Also read in

হাইলাকান্দিতে বড়ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন, উত্তেজনা

হাইলাকান্দির নরসিংপুর চা বাগানের কালীবাড়ি এলাকায় বড়ভাইয়ের দায়ের কোপে নৃশংসভাবে খুন হল ছোট ভাই। আর সেই সাথে পুত্রের দায়ের কোপে গুরুতর জখম হলেন মা সহ এক প্রতিবেশি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল। নিহত সঞ্জীব ওরফে খুদু বাকতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ।

প্রাপ্ত খবরে জানা গেছে, এদিন বিকেলে পারিবারিক মনোমালিন্যর জেরে চন্দন  বাকতি তার ছোট ভাই সঞ্জীবের উপর ধারালো দা দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দু’ভাইয়ের ঝগড়া থামাতে তাদের মা মোনা অনুরাধা বাকতি এগিয়ে এলে তার উপরও কোপ বসায় চন্দন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর্ত চিৎকার শুনে স্থানীয় চা বাগানের লোকজন ছুটে গেলে তাদের উপরও দা,তরোয়াল নিয়ে হামলা চালায় সে। ধারালো দায়ের কোপে পথচারী শত্রুগন তন্তুবাই নামের এক ব্যাক্তিও জখম হন।

খবর পেয়ে কালাছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর জখম মোনা বাকতি ও শত্রুগন তন্তুবাইকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এদিকে ছোট ভাইকে খুন ও মা সহ দু’জনকে জখম করে চন্দন বাকতি হাতে ধারালো দা নিয়ে বাড়িতে চক্কর কাটতে থাকে। কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পুলিশ, সি আর পি এফ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। শেষ পর্যন্ত চা বাগানের শ্রমিকের প্রচেষ্টায় পুলিশ চন্দন বাকতিকে গ্রেফতার করতে সক্ষম হয়।একই সঙ্গে পুলিশ সঞ্জীব খুদু বাকতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে।

Comments are closed.