রাতাবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা: পিকনিকের ম্যাজিক ট্রাক ছিটকে পড়লনীচে, ২ জন নিহত ও ১৩ জন আহত
পিকনিকে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, আহত হয়েছেন অন্তত ১৩ জন। একটি টাটা ম্যাজিক ট্রাক (No AS 11CC 3256) পাহাড় থেকে গড়িয়ে প্রায় ১০০ মিটার নিচে পড়ে যায়। করিমগঞ্জ জেলার রাতাবাড়ির ছাতাছড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী আফতার হুসেন এবং ২৫ বছর বয়সী বিশ্বজিৎ লোহার দুজনেই হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা।
শনিবার বিকেল ৩টার দিকে গারদ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে নামার সময় ম্যাজিক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে প্রায় ১০০ মিটার নিচে গড়িয়ে একটি সুপারি গাছের সাথে ধাক্কা মারে । দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
সমস্ত যাত্রীদের উদ্ধার করার পরে, স্থানীয় বাসিন্দারা আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে রাতাবাড়ী থানায় নিয়ে যায়।
Comments are closed.