Also read in

কাছাড় পুলিশের সাফল্য : পাতিছড়া চা বাগানের ম্যানেজারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করা দুষ্কৃতী গ্রেফতার

 

কাছাড় পুলিশের এক বিশেষ টিম গতকাল রাতে এক বিশেষ অভিযান চালিয়ে জেডইউএফ অর্থাৎ জেলিয়ানরঙ ইউনাইটেড ফ্রন্ট নামক এক উগ্রপন্থী সংগঠনের (কামসন গ্রুপের) সক্রিয় সদস্য নিজুলাকবে বি রিয়ামে নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ব্যক্তি সংগঠন এর অডিটর জেনারেল পদে নিযুক্ত ছিল। ডিমাহাসাও জেলার হাফলংয়ের মাহুর থানার অন্তর্গত হাংগ্রাম গ্রামের বাসিন্দা রিয়ামের পিতার নাম পৌরাংতিউতুইং । এই পুলিশ অভিযান দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ অধীক্ষক (সদর) , কাছাড় এর ভি ভি রাকেশ রেড্ডি,আইপিএস।

অভিযুক্তের বিরুদ্ধে উধারবন্দ থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৭/৩৮৭/৫১১ ধারা অনুযায়ী একটি মামলা নং ১৪৬/১৮ নথিভুক্ত ছিল। মামলার বিবরণ অনুযায়ী এই ব্যক্তি পাতিছড়া চা বাগানের ম্যানেজারের কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেছিল। গত ১৫ জুন থেকে মোবাইল এবং হোয়াটস অ্যাপ এর মাধ্যমে লাগাতার এই দাবি জানিয়ে আসছিল। পুলিশ কর্তৃপক্ষ কেপিসি গ্রুপের এই পাতিছড়া চা বাগানের কলকাতাস্থ সদর দপ্তরের সঙ্গে লাগাতার যোগাযোগ রক্ষা করে এই দুষ্কৃতীর সর্বশেষ অবস্থান সম্বন্ধে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনিশ্চিন্ত হয়ে এই অভিযান পরিচালনা করে। গতকাল রাত প্রায় দশটার সময় অভিযান চালিয়ে আইরংমারার কাছে একটি ঘর থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।

আজ শিলচর আদালতে অভিযুক্তকে পেশ করে আদালতের অনুমতি ক্রমে পুলিশ নিজুলাকবে বি রিয়ামে’কে রিমান্ডে নিয়ে নেয়।

Comments are closed.