বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা নিয়ে সার্কুলার জারি করল জেলা প্রশাসন
কাছাড় জেলা প্রশাসন এবং স্কুল পরিদর্শক একটি বিজ্ঞপ্তি জারি করল নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের ‘শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা (TET) এর নিয়মনীতি নিয়ে । সমগ্র কাছাড় জেলা জুড়ে এই পরীক্ষা ৬০টি কেন্দ্রে ৩১শে অক্টোবর অনুষ্ঠিত হবে৷ কাছাড় জেলার প্রার্থীরা ছাড়া ও পার্শ্ববর্তী করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলা থেকে আসা প্রার্থীরা ও কাছাড় কেন্দ্র থেকে টেট পরীক্ষায় অংশগ্রহণ করবেন কারণ এই দুই জেলায় এবার টেট পরীক্ষার কেন্দ্র রাখা হয়নি।
জেলাশাসক স্বাক্ষরিত প্রশাসনের নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোন প্রার্থী ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে পারবেন না। কোন প্রার্থী পরীক্ষা কেন্দ্রের ভিতর ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না।পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রার্থীরা নিজের তত্ত্বাবধানে ব্যাগ রাখবেন। প্রত্যেক কেন্দ্রে জ্যামার লাগানো থাকবে। তাই সব প্রার্থীকে বেআইনি কাজকর্ম থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।
সব প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে । পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য দেরি হলে প্রশাসন দায়ী থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। দৃষ্টিহীন প্রার্থীদেরকে তাদের স্ক্রাইব বা সাহায্যকারীর জন্য অথরিটি লেটার সংশ্লিষ্ট জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কাছ থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সব প্রার্থীকে তাদের যাতায়াত ব্যবস্থা নিজেই করতে হবে।
সব প্রার্থীকে কোভিড প্রটোকল অবশ্যই মেনে মাস্ক এবং ট্রান্সপারেন্ট স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসতে হবে। পরিষ্কার প্রিন্ট করা এডমিট কার্ড ছাড়া এডমিট কার্ডের কোন ফটোকপি গ্রহণ করা হবে না। কোন সন্দেহ দেখা দিলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অধিকার সেন্টার ইনচার্জের উপর নির্ভর করবে।
প্রথম ঘণ্টায় কোন প্রার্থীকে পরীক্ষা হলের বাইরে যেতে দেওয়া হবে না। পাশাপাশি কোন প্রার্থীকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরেও যেতে দেওয়া হবে না। সব প্রার্থীকে তাদের সব টেস্ট বুকলেট এবং ওএমআর সিট তাদের সংশ্লিষ্ট ইনভিজিলেটরের হাতে জমা দিতে হবে। সর্বোপরি সব প্রার্থীকে সবধরনের ডেকোরাম মেন্টেন করতে হবে বলে এডভাইসারিতে জানিয়ে দেওয়া হয়েছে।
Comments are closed.