বাইক থেকে পড়ে মৃত্যু টেট শিক্ষিকা অন্নপূর্ণা দেবের, শোকের ছায়া
স্বামীর বাইক থেকে পড়ে প্রাণ হারালেন করিমগঞ্জ আজাদ সাগর রোডের শিক্ষিকা অন্নপূর্ণা দেব। চাকুরী নিয়মিত করনের জন্য নথিপত্র জমা দিয়ে বাড়ি ফেরা হলোনা শিক্ষিকার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা দেব নিলাম বাজার বরিবন্দ এলপি স্কুলের টেট শিক্ষিকা । শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা দেব শিক্ষক স্বামী বিশ্বজিৎ দেবের সাথে বাইকে করে কালিগঞ্জ এলিমেন্টারি এডুকেশন অফিসে চাকুরী নিয়মিত করনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে যান শুক্রবার। ঐ অফিসের কাজ শেষ করে স্বামীর সাথে বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বৃষ্টির জন্য ছাতা নিয়ে বাইকে বসে ছিলেন, কিন্তু কোন ধরনের সংঘর্ষ ছাড়াই হঠাৎ করে চলমান বাইক থেকে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান স্বামী, মাথায় আঘাত গুরুতর থাকায় চিকিৎসকদের পরামর্শে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নততর চিকিৎসার জন্য তাকে গুয়াহাটির জিএনআরসি হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু গুয়াহাটি যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়ে তাকে জোয়াই হাসপাতালে ভর্তি করান স্বামী। জোয়াই হাসপাতালে অন্নপূর্ণা দেবকে মৃত বলে ঘোষণা করা হয়।
শনিবার রাতে তার মৃতদেহ করিমগঞ্জ আজাদ সাগর রোডের বাড়িতে নিয়ে আসা হলে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে ।মৃত্যুকালে স্বামী, আট বছরের এক শিশু পুত্র এবং দুই বছরের এক শিশুকন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন তিনি।
Comments are closed.