কাছাড় ক্যান্সার হাসপাতালকে ১১ কোটি ১৪ লক্ষ টাকা দিলো এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়া
কাছাড় ক্যান্সার হাসপাতালের উন্নতির জন্য গতবছর ৭৬ লক্ষ টাকার অনুদান দিয়েছিল এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়া। এবার হাসপাতালে নিউক্লিয়ার মেডিক্যাল পরিসেবা চালু করার উদ্দেশ্যে ১১ কোটি ১৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিলো এয়ারপোর্ট অথোরিটি । বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে চার বিধায়ক সহ বিভিন্ন সরকারি আধিকারিকের উপস্থিতিতে কাছাড় ক্যান্সার হাসপাতালের কর্ণধার ডাঃ রবি কান্নানের হাতে চেক তুলে দেওয়া হয়। কুম্বির গ্রাম বিমানবন্দরের ডিরেক্টর সিএল ইণ্ডি এদিন অনুমোদিত টাকার একাংশ ডাঃ কান্নানের হাতে তুলে দেন।
এদিন অনুষ্ঠানে জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণন, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, সোনাইর বিধায়ক অামিনুল ইসলাম লস্কর, কাটিগরার বিধায়ক অমরচাঁদ জৈন, বড়খলার বিধায়ক সহ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুদীপজ্যোতি দাস ও অন্যান্যরা অংশ নেন। ডাঃ রবি কান্নান এদিন বলেন, নিউক্লিয়ার মেডিসিন পরিসেবা যেকোনও ক্যান্সার হাসপাতালের অন্যতম প্রয়োজনীয় বিষয় যা আমাদের হাসপাতালে এখনও চালু হয়নি। এই টাকা পাওয়াতে আমরা চিকিৎসা পদ্ধতিতে অনেকটাই এগিয়ে যাবো। তবে পরিসেবা শুরু করার আগে বিল্ডিংটি বানাতে হবে। আমাদেরকে নয় মাসের সময়সীমা দেওয়া হয়েছে বিল্ডিংটি বানানোর জন্য। নিউক্লিয়ার মেডিসিন পরিসেবার জন্য আগে অন্তত গুয়াহাটি বা কলকাতা যেতে হতো। এবার শিলচরেই আমরা উন্নত পরিসেবা দিতে সমর্থ হবো।
জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণন এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়ার এই পদক্ষেপটিকে সাধুবাদ জানান। তিনি বলেন, গতবছর হাসপাতালে উন্নতির জন্য ৭৬ লক্ষ টাকার অনুদান দিয়েছিল এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়া। এবার হাসপাতালে নিউক্লিয়ার মেডিক্যাল পরিসেবা চালু করার উদ্দেশ্যে আবারও এগিয়ে এসেছেন তাঁরা। পাশাপাশি আইসিআইসিআই ব্যাংকের কর্তৃপক্ষকেও এব্যাপারে সাহায্য করার জন্য সাধুবাদ জানান তিনি। কুম্বির গ্রাম বিমানবন্দরের ডিরেক্টর সিএল ইণ্ডি বলেন, এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়ার সিএসআর প্রকল্পের আওতায় সমাজের বিভিন্ন কাজে আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে কাছাড় ক্যান্সার হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে সাহায্য করতে পারার অনুভূতি আলাদা।
এদিন বিধায়ক তহবিলে ক্যান্সার রোগীর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন উপস্থিত বিধায়করা। তারা এয়ারপোর্ট অথোরিটি অব ইণ্ডিয়ার ক্যান্সার হাসপাতালকে সাহায্য করার সাধুবাদ জানানো সহ হাসপাতালের উন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
Comments are closed.