আসামে তুমুল বিরোধিতার মধ্যেই লোকসভায় পাস হল নাগরিকত্ব বিল
বহু প্রতীক্ষিত এবং বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলো আজ লোকসভায়। প্রায় বিরোধী-বিহীন লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাস হয়ে যায়।
প্রতিবাদ স্লোগানের মধ্যেই আজ দুপুরে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ লোকসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভায় বিলটি পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি শুধু আসামের ক্ষেত্রে নয়, সমগ্র দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এর বোঝা শুধু অসমকে নয় সমগ্র দেশকেই বহন করতে হবে।” তিনি অসম চুক্তি রূপায়ণের নিশ্চয়তা প্রদান করেন।
মল্লিকার্জুন খার্গে বিলের বিরোধিতা করে বলেন, বিলটি অসম চুক্তি বিরোধী। বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। বিল পেশের সাথে সাথে প্রতিবাদে কংগ্রেস সাংসদগণ সদন ত্যাগ করেন।
তৃণমূল সাংসদ সৌগত রায় তার বক্তব্যে বিলটির বিরোধিতা করে বলেন, সর্বানন্দ সানোয়াল সরকার বাঙালি হিন্দুদের রক্ষা করতে পারবে না; বিজেপি দল নাগরিকত্ব বিল নিয়ে রাজনীতি করছে। তার ভাষণে নেলি গণহত্যার প্রসঙ্গও উঠে আসে। সৌগত রায়ের ভাষণের পর তৃণমূল সাংসদরাও সদন ত্যাগ করেন। এস আলুয়ালিয়া এবং অন্যান্য বিজেপি সাংসদগন বিলের সমর্থনে বক্তব্য রাখেন, আলুয়ালিয়া বাংলায় ভাষণ দেন।
প্রায় বিরোধী শূন্য লোকসভায় পরে ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাস হয়। এখানে উল্লেখ্য, লোকসভার শীতকালীন অধিবেশন আজ সমাপ্ত হচ্ছে।
নাগরিকত্ব বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি-সহ ওই সব দেশে সংখ্যালঘুরা যদি অত্যাচারের কারণে ভারতে আসেন তবে তাদের নাগরিকত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে তার ২০১৯ সাধারণ নির্বাচনের প্রথম নির্বাচনী সভায় শিলচরের রামনগরে এই বিলটি পাস করানোর কথা উল্লেখ করেছিলেন।
Comments are closed.