Also read in

দক্ষিন হাইলাকান্দিতে  সমবায়ের দুর্নীতি  নিয়ে মুখ খোলায়  বিজেপি নেতাকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও, উত্তেজনা 

 

দক্ষিন হাইলাকান্দির কারিছড়ায় বুধবার বিকেলে মনিপুর সমবায় সমিতির কার্যালয়ে দুর্নীতির তদন্তে থাকা অতিরিক্ত জেলা উপায়ুক্তের সম্মুখে অভিযোগকারী বিজেপি নেতা কর্মীদের মারপিট  হেনস্থা কাণ্ডের অভিযুক্ত আসামীদের  গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার  কারিছড়া ফাঁড়ি ঘেরাও করেন শতাধিক বিজেপি কর্মী।। এদিন  বিজেপির জেলা সম্পাদক সঞ্জয় দে,চিন্ময় নাথ মজুমদারের নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী ফাঁড়ি ঘেরাও করে অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে থানা প্রাঙ্গণ উত্তাল করে তুলেন।   গেরুয়া নেতাদের রুদ্রমূর্তিদেখে  ফাঁড়ি ইনিচার্জ বিধান দাস তাদেরকে আশ্বাস দিয়ে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের  জন্য জোর প্রচেষ্টা চলছে এবং কাল রাতে কয়েকটি স্থানে হানা দেওয়া হয়।কিন্তু সন্ধান পাওয়া যায় নি।  তখন  ক্ষুব্ধ   বিজেপি নেতারা  বলেন, “আমাদের দলের সরকার চলছে।আর নেতা কর্মীদের অন্যায় ভাবে হেনস্থা মেনে নেওয়া যায় না।”

অবশ্য ফাঁড়ি ইনচার্জ বিধান দাস বলেন, ধরপাকড়ে কেহ রেহাই পাবে না।তবে এভাবে প্রতিবাদ করলে অনেক সময় আসামীরা দ্রুত অন্য এলাকাতে গা ঢাকা দিলে তাদের ধরতে বিলম্ব হয়ে থাকে।উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে পাচটায় মনিপুর সমবায় সমিতির দুর্নীতি নিয়ে এডিসি রুথলিয়াং থান তদন্তে গেলে  বাইরে অভিযুক্তরা বিজেপির দক্ষিন হাইলাকান্দির মন্ডল সভাপতি কাশী রঞ্জন দাস ও তপন দাসকে হেনস্থা করেন। ।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশে ডিসি আদিল খান তদন্তে এডিসিকে পাঠান।তখনই ঘটনাটি ঘটে।এরপর থেকে দক্ষিন হাইলাকান্দি মণ্ডলের বিজেপি কর্মী মহলে উত্তেজনা দেখা দেয়।আজকের ফাঁড়ি ঘেরাওতে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সনৎ দাস,সত্য রঞ্জন দাস প্রমুখ।

উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে পাচটার সময় মনিপুর সমবায় সমিতিতে মারপিটের ঘটনা ঘটে। তখন  এডিসি রুথলিয়ান থাং এর  সাথে ছিলেন  জেলা খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিক গনেশ চৌধুরী,পরিদর্শক ডি পাঠক।  মনিপুর সমিতির গোদামে  দুর্নীতির তথ্য ভিত্তিক তদন্ত চলাকালীন স্থানীয় কিছু ব্যক্তি বাইরে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুর্নীতির অভিযোগকারী বিজেপির দক্ষিন হাইলাকান্দি মণ্ডল কমিটির সভাপতি কাশী রঞ্জন দাস,তপন দাসকে মানসিক এবং শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ।  খবর পেয়ে কারিছড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিধান দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিজেপি নেতা কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাটলিছড়া হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর এর সঙ্গে জড়িত নয়জনের বিরুদ্ধে কারিছড়া ফাঁড়িতে এজাহার দাখিল করেছেন কাশী দাস এবং তপন দাস।।

 

Comments are closed.