Also read in

হাইলাকান্দি জেলের আভ্যন্তরীণ পরিবেশে মানবাধিকার কমিশনের অসন্তোষ

হাইলাকান্দি জেলা কারাগারের আভ্যন্তরীণ পরিবেশে গভীর উদ্ধেগ প্রকাশ করলেন মানবাধিকার কমিশন। শনিবার কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধিদল হাইলাকান্দি জেলা কারাগার পরিদর্শন করে তাদের অসন্তোষ ব্যক্ত করে যান।।

যদিও হাইলাকান্দি আসার আগে তারা রাজ্যের অন্যান্য জেলাও পরিদর্শন করেন । এদিন অসম হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মুখ্য বিচারপতি টি ভাইফেই-র নেতৃত্বে এই প্রতিনিধিদল হাইলাকান্দি সফর করেন। এই কমিশনের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি এন কে বরা এবং বিচারপতি ডি কে শইকিয়া।

এদিন তারা অন্যান্য কার্যসূচির পাশাপাশি হাইলাকান্দি জেলা কারাগার পরিদর্শন করেন। হাইলাকান্দি কারাগারের আভ্যন্তরীণ পরিবেশ দেখে তারা সন্তুষ্ট হতে পারেননি বলে হতাশা ব্যক্ত করেছেন। এদিন প্রতিনিধিদলের সদস্যরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কারাগারের আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন। তারা বলেন, হাইলাকান্দি জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি এবং বিচারাধীন বন্দিদের একসঙ্গে রাখা হচ্ছে । যা মোটেই ঠিক নয়।। তাছাড়া হাইলাকান্দি কারাগারের ভেতর কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই বলে তারা জানান। সেইসঙ্গে জেলের ভেতরের ড্রেনেজ ব্যবস্থাও ভাল নয়।।

এদিন প্রতিনিধিদলের সদস্যরা জেলাকারাগার পরিদর্শনের পাশাপাশি হাইলাকান্দির নির্মীয়মান নতুন কারাগারও ঘুরে দেখেন। হাইলাকান্দিতে আধুনিক সুযোগসুবিধা সম্পন্ন একটি কারাগারের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলে সদস্যরা অভিমত ব্যক্ত করেন।

Comments are closed.

error: Content is protected !!