বহু প্রতীক্ষিত মিউজিয়াম হচ্ছে, জমি বরাদ্দ হল শিলচর নর্মাল স্কুলে
শিলচরে একটা মিউজিয়াম প্রতিষ্ঠার অনেকদিনের গণদাবি বাস্তবায়িত হতে চলেছে। প্রথম পদক্ষেপ হিসাবে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলো গতকাল। ‘নমামি বরাক’ অনুষ্ঠানে অস্থায়ী মিউজিয়ামের সাফল্য এতে এক বিরাট ভূমিকা পালন করেছে। গত বছরের রাজ্য বাজেটে বরাকে এই মিউজিয়াম গড়ার বিষয়টি অন্তর্ভুক্ত করেছিল সরকার।
অনেক বছর আগেই ব্রম্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলায় গড়ে উঠেছিল ডিস্ট্রিক্ট মিউজিয়াম, কিন্তু বরাক উপত্যকায় তা এতদিন ছিল বিশ বাঁও জলে। যাই হোক, গতকাল স্টেট মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তথা কিউরেটর সুনীল কুমার গোস্বামীর উপস্থিতিতে শিলচর নর্মাল স্কুলের এক বিঘা জমি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করা হয়; হস্তান্তর করেন শিলচরের সার্কেল অফিসার কুলদীপ হাজারিকা। লায়ন্স ক্লাবের বিপরীতে, একসময় যেখানে অর্কিড বাগান ছিল, সেই জায়গাটা বেছে নেওয়া হয়েছে মিউজিয়াম গড়ে তোলার জন্য। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর নর্মাল স্কুলের অধ্যক্ষা মানসী সিনহা, সমাজকর্মী মলয় ভট্টাচার্য, বীক্ষণ সিনে কমিউনের কমল চক্রবর্তী প্রমূখ।
এই প্রস্তাবিত মিউজিয়ামে জাতীয় স্তরের অত্যাধুনিক সংগ্রহশালা ছাড়াও কম করে দুশ আসনের একটা কনফারেন্স হল থাকছে। সুনীল কুমার গোস্বামী সংবাদ প্রতিনিধিদেরকে জানান, বরাকে মিউজিয়াম গড়ার এতদিনের জনতার স্বপ্ন সাকার হতে চলেছে। রাজ্য সরকার তথ্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এবার শুরু হবে প্রাথমিক সংস্কার এবং উন্নয়ন কাজ। মাটি ভরাট করে সীমানা তোলা হবে, তারপর পূর্ত বিভাগের প্লান অনুযায়ী কাজ শুরু হবে; শিলান্যাস হবে খুব শীঘ্রই”।
এ ব্যাপারে বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন জেলাশাসক এস লক্ষণন এবং বিভিন্ন সংস্থা-সংগঠনের ভূমিকা অনেকটাই সদর্থক প্রভাব ফেলেছে।
Comments are closed.