Also read in

সদরঘাটে নতুন বরাক সেতু জনগণের জন্য খোলা হবে ২০১৯ এর শুরুতেইঃ পরিমল শুক্লবৈদ্য

 

রাজ্যের পূর্ত বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নতুন বরাক সেতুর নির্মাণ স্থল পরিদর্শন করেন। নির্মীয়মাণ সেতুর  কাজ পরিদর্শন করে পূর্তমন্ত্রী জানান যে সেতুটি ২০১৯ সালের মার্চের আগেই তৈরি হয়ে যাবে।

তিনি তার সরকারি ফেইসবুক অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘নির্মাণ কার্য খুব দ্রুত চলছে এবং ২০১৯ এর মার্চ মাস পর্যন্ত সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তারপরই এটি জনগণের জন্য খুলে দেওয়া হবে। আমি ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এবং কর্তৃপক্ষকে সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছি।’

Parimal Suklabaidya at the bridge site

এখানেই শেষ নয়, বরাকউপত্যকার জন্য আরো একটি খুশীর খবর দিলেন পূর্তমন্ত্রী। বদরপুরে বরাক নদীর উপরেও একটি নতুন সেতুর শিলান্যাস করা হবে অতি শীঘ্র ।

সদরঘাটের নতুন সেতু  সম্পর্কে জানা যায়,  শুক্লবৈদ্যের  ধারণা অনুসারে ২০১৮ সালের নভেম্বরের মধ্যেই সেতুর মূল নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে এবং এরপর দুমাস সময় লাগবে বেড়া দেওয়ার জন্য এবং শেষ কাজটুকু সম্পন্ন করতে।

Parimal Suklabaidya said the bridge is expected to complete by March 2019

তিনি জানান যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল  চান যে এই নির্মাণ কার্য নির্দ্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হোক। “ মুখ্যমন্ত্রী প্রায়ই সেতুর কাজকর্ম সম্পর্কে আমাকে প্রশ্ন করেন।” শুক্লবৈদ্য আরো যোগ করেন।

এখানে উল্লেখ করা যায়, নমামী বরাকের সময় মুখ্যমন্ত্রী  সনোয়াল বরাক উপত্যকায় তিনটি নতুন সেতুর উন্নয়নের বিষয়ে ঘোষণা করেছিলেন এবং শুক্লবৈদ্যের কথা অনুসারে মুখ্যমন্ত্রী খুব শীঘ্র সেতুগুলির কাজ শুরু করতে চান। “ “আমরা বরাক  উপত্যকায় মানুষের জীবন যাত্রা আরও সহজ করতে এমন আরো দুইটি সেতু চিহ্নিত করার চেষ্টা করছি”। মন্ত্রী যোগ করেন।

১৯৫৮ সালে জন্ম পরিমল শুক্লবৈদ্য আসামের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ২০১৬ সালে চতুর্থবারের (১৯৯১,, ২০০১, ২০০৬, ২০১৬) জন্য ধলাই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

Comments are closed.