Also read in

"হিমন্তকে শিলচর থেকে দাঁড় করানোর কোন প্রস্তাব দেওয়া হয়নি" : কবীন্দ্র

আজ স্থানীয় পত্রিকায় একটি মুখরোচক খবর পরিবেশন করে জানানো হয়েছে যে, হিমন্ত বিশ্ব শর্মা শিলচর থেকে দলের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন।

এই ব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থকে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, “পত্রিকায় আমিও পড়েছি, কিন্তু এ ধরনের কোনো প্রস্তাব আমার জানা নেই। এরকম কোনো প্রস্তাব পাঠানো হয়নি। এরকম কোন সম্ভাবনার কথা চিন্তা করার সময়ও হয়নি। যদি সেরকম পরিস্থিতির আসে, তাহলে আমরা ভেবে দেখব।”
এটা সংবাদ মাধ্যমের অপপ্রচার কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অপপ্রচার কিনা আমি বলতে পারবনা তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আপনারাই এ বিষয়ে অবগত হোন। যে খবরটা দিয়েছে সেই এ সম্বন্ধে আরো বিস্তারিত জানাক।”

এখানে উল্লেখ্য, আজকের স্থানীয় পত্রিকায় লেখা হয়েছিল যে মুসলিম ভোট পাওয়ার লক্ষ‍্যে শিলচর থেকে প্রার্থী করা হতে পারে হিমন্তকে। ওই সংবাদে আরো জানানো হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে না জানলেও জেলার সব বিধায়ক, জেলা সভাপতি এবং অন্যান্যরা এই খবরটা পেয়েছেন।

আজ বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্থের বক্তব্য থেকে প্রতীয়মান হলো যে, ওই সংবাদের আদৌ কোনো ভিত্তি নেই।

Comments are closed.