আসামের মিষ্টত্ব দুবাই পৌঁছে গেল", কাছাড়ের আনারসের দুবাই গমন নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার আনারসের মিষ্টত্ব সর্বজনবিদিত; কয়েক বছর ধরেই বিদেশ যাত্রা করছে এই সুমিষ্ট আনারস। এ বছরও ঐ স্থানের নাগরিকদের রসনা তৃপ্ত করতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই পৌঁছে গেছে আনারস। মনে রাখতে হবে বর্তমানে দুবাইকে বিপণনের এক শ্রেষ্ঠ পীঠস্থান হিসাবে গণ্য করা হয়।
এ নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ বেদপ্রকাশ গোয়েল ও। ছবিসহ এক টুইট এবং ফেসবুক পোষ্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আসামের মিষ্টত্ব দুবাই পৌঁছে গেল, কাছাড় জেলার আনারসে ঘটবে কৃষকদের ভালো আয় বৃদ্ধি।”
উল্লেখ্য, লক্ষ্মীপুর, বিন্নাকান্দি, রাজাবাজার এলাকা মিলিয়ে প্রায় ১৫০০ হেক্টর জমিতে প্রতিবছর ৪০ হাজার মেট্রিক টন আনারস উৎপাদিত হয়। কিন্তু সেই তুলনায় যথাযথ মূল্য পাননা চাষীরা, ঘটে না তাদের জীবনে আর্থ- সামাজিক উন্নয়ন। বিদেশ যাত্রার ফলে ঘুরতে পারে এবার ঘুরতে পারে তাদের ভাগ্যের চাকা। মন্ত্রী পীযূষ গোয়েলের টুইটে ও একই চিন্তাধারার প্রতিফলন লক্ষ্য করা গেছে।
दुबई में पहुँची असम की मिठास,
किसानों को बेहतर आय दे रहा, कछार का अनानास I pic.twitter.com/9l8BdthgeA— Piyush Goyal (@PiyushGoyal) July 25, 2022
কাছাড়ের আনারসের এই বিদেশ বিজয় নিয়ে একজন গৃহিণী মন্তব্য করলেন, “আমাদের বরাকে উৎপাদিত সুস্বাদু এই একটি ফল সস্তায় পাচ্ছিলাম, সেটা বোধহয় ভবিষ্যতে আর সম্ভব হবে না। যাইহোক কাছাড়ের আনারস যদি বিশ্ব বিজয় করে এবং গরিব চাষীদের কপাল ফেরে তাহলে ও ভালো।”
২০১৯ সালে ও লক্ষীপুর মহকুমার মারকুলিন থেকে প্রায় ১০,০০০ আনারস নিয়ে একটি কন্টেইনার মুম্বাই হয়ে জাহাজে দুবাই পাড়ি দিয়েছিল। তৎকালীন জেলাশাসক লায়া মাদ্দুরি সপরিবারে হাজির ছিলেন উক্ত অনুষ্ঠানে।
Comments are closed.