তিনদিন ব্যাপী উত্তর-পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন গুয়াহাটিতে
উত্তর-পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলনের সপ্তম অধিবেশন আগামী ২২,২৩ ও ২৪ ডিসেম্বর গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হবে।এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাকার ডঃ রামকুমার মুখোপাধ্যায় । বিশিষ্ট সাহিত্যিক নিরুপমা বরগোহাঞি ও লিটল ম্যাগাজিনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব সন্দীপ দত্ত সম্মেলনের উদ্বোধন করবেন।
তিন দিন ব্যাপী এই সম্মেলনের অঙ্গ হিসেবে রয়েছে স্মারকগ্রন্থ উন্মোচন ও প্রদর্শনী, বিভিন্ন গ্রন্থ ও পত্র পত্রিকা প্রকাশ, আলোচনা সভা। দু’দিনব্যাপী দুটি পর্বে বসবে কবিতাপাঠ ও আড্ডার আসর। দ্বিতীয় দিনের সন্ধ্যায় ‘মুখোমুখি’ অনুষ্ঠানে দর্শকদের মুখোমুখি হবেন রণবীর চক্রবর্তী। এছাড়া সম্মেলনে রয়েছে গল্প পাঠের আসর, প্রকাশকদের সঙ্গে মুখোমুখি শীর্ষক অনুষ্ঠান ইত্যাদি। রয়েছে সম্পাদকের বৈঠক।তিন দিনই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন লিটল ম্যাগাজিনও সম্মেলনে অংশগ্রহণ করছে।
সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্ত ও সভাপতি উষা রঞ্জন ভট্টাচার্য সম্মেলনের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সম্মেলন সাহিত্য সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
Comments are closed.