Also read in

গান্ধীবাগে থিম পার্ক, স্টার হোটেল, মার্কেট কমপ্লেক্স: মামলা করলেন পুর কমিশনার

গান্ধী বাগে ওয়াটার থিম পার্ক, মার্কেট কমপ্লেক্স, স্টার হোটেল প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে এবার মামলা করলেন ৯ নং ওয়ার্ডের কংগ্রেস পুর কমিশনার রঞ্জন রায়। শিলচরের সিভিল জজ নং ২ এর আদালতে মামলা করা হয়েছে পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং প্রকল্পের নির্মাণ সংস্থা আসাম প্রগ্রেসিভ ডেভেলপারস লিমিটেড (এপিডিএল) য়ের ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথি চৌধুরীর বিরুদ্ধে।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত প্রকল্পের জন্য গান্ধীবাগের উনিশ বিঘা জমি লিজ দেওয়া হয়েছে এপিডিএলকে যা স্পষ্টতই মিউনিসিপাল অ্যাক্ট, ১৯৫৫ ‘র ৬৩ ধারার পরিপন্থী । ওই ধারা অনুযায়ী পুরসভার জমি কোন সংস্থাকে লিজ দিতে হলে রাজ্য সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক কিন্তু এই ক্ষেত্রে তা পালন করা হয়নি। ওই মামলায় আরও বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং পুর আইন লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গান্ধীবাগের উনিশ বিঘা জমি মাত্র ১০ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটের বিনিময় লিজ দিচ্ছে পুর কর্তৃপক্ষ। শিলচর শহরের প্রাণকেন্দ্রে এমন একটা জায়গা এত স্বল্প মূল্যে লিজ দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

এখানে উল্লেখ্য, পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে এর আগেও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে কংগ্রেস পুর কমিশনাররা জেলা উপায়ুক্তের কাছে নালিশ জানিয়েছিলেন।

শিলচর পুর এলাকারই এক বিশিষ্ট ব্যক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, “মার্কেট কমপ্লেক্স বা হোটেল অনেক রয়েছে, তবে এ ধরনের থিম পার্ক শহরের নাগরিকদের অনেক দিনের চাহিদা, তাই বলে শহরের ‘ফুসফুস’ গান্ধীবাগে নয়। শহরতলীর কোন একটা এলাকা নিয়ে এটা করলে জনগণ খুশীই হবেন। দয়া করে গান্ধীবাগের বাণিজ্যিকীকরণ করবেন না”।

পুরপতির সঞ্জয় মার্কেট কমপ্লেক্স প্রকল্প ও থমকে পড়েছে, মামলার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তা এখন দেখার বিষয়।

Comments are closed.