এই অঞ্চল থেকেও তৈরি হতে পারে ভিলেজ রকস্টারঃ করিমগঞ্জ চলচ্চিত্র উৎসবে বললেন সম্রাট চক্রবর্তী
উদ্বোধন হল ঋত্বিজ সিনে অার্ট সোসাইটি আয়োজিত করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব ২০১৯ এর। ২ জানুয়ারি বুধবার সন্ধ্যায় স্থানীয় জেলা গ্রন্থাগার মিলনায়তনে মুখ্য অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে ঋত্বিজ এর ২৭ তম চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক গোল্ডেন পাম পুরস্কার বিজয়ী কলকাতার সম্রাট চক্রবর্তী।
মুখ্য অতিথির বক্তব্যে সম্রাট চক্রবর্তী বরাকের ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন করিমগঞ্জের মত মফস্বল শহরে সিনেমার প্রতি মানুষের ভালবাসা দেখে তিনি মুগ্ধ। সম্রাট আরও বলেন স্থানীয় চলচ্চিত্র প্রেমীদের ছবি তৈরির যে উৎসাহ চেষ্টা মানসিকতা ও ইমেজ তৈরির ভাবনা রয়েছে তাতে এই ছোট্ট শহর থেকেও ‘ভিলেজ রকস্টার’ এর মত ছবি তৈরি হতে পারে আগামী দিনে।
ঋত্বিজ চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে উদ্বোধক সম্রাট চক্রবর্তী পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘বিষাদ বিন্দু’। যে ছবিটি সদ্য সমাপ্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রিমিয়ার হয়ে গেছে। পাশাপাশি নির্বাচিত হয়েছে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। ছবিটি মুগ্ধ করেছে দর্শকদের। অনুষ্ঠানে ‘বিষাদ বিন্দু’র পর প্রদর্শিত হয়েছে বরাকের একঝাঁক তরুণ ছবি নির্মাতার নির্বাচিত স্বল্প দৈর্ঘ্যের ছবি। ছিল বরাক ব্রিজ ফিল্মস এর ‘গারদখানা’, ‘পেপার মাসি’ ও ‘সোনার বাংলা বরাক’। মন্তাজ সিনে ক্লাব এর ছবি ‘দেবী উৎসবের আড়ালে’, কৈলাশহরের উদুমবুম এর ছবি ‘বাতিক’ এবং ঋত্বিজ সভাপতি সৌমিত্র অধিকারী পরিচালিত ছবি ‘বিদেশী’। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছে বরাক ব্রিজ ফিল্মস এর সৈকত দাস, সৌরভ ভট্টাচার্য, আমিন লস্কর ও অরিজিৎ দেব, মন্তাজ সিনে ক্লাব এর মৈত্রায়ন চৌধুরী, রাজশেখর পাল ও শুভ্রজিৎ চক্রবর্তী এবং ফোর্থ ডায়মেনশন এর রিপল মোহন্তকে। অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে ‘আমি গাইছি সবার জন্য’ শিরোনামে পরিবেশিত একটি গানের আড্ডা অনুষ্ঠান। রাজ্যের উদ্বাস্তু সমস্যা, ভিটে মাটি হারানোর ভয়, ডিটেনশন ক্যাম্পের অসহনীয় যন্ত্রণা এবং এর থেকে বেরিয়ে আসার প্রতিবাদের বার্তা ছড়িয়ে গানগুলি গেয়েছেন সমাদ্রিতা দাস অধিকারী। গিটারে সঙ্গত করেছেন পার্থ কর্মকার। ছবি প্রদর্শনের পর পরিচালকদের সঙ্গে মত বিনিময়ও ছিল দর্শকদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ঋত্বিজ সাধারণ সম্পাদক শুভব্রত দাস ও ধন্যবাদ জানান সভাপতি সৌমিত্র অধিকারী। এই চলচ্চিত্র উৎসব চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। দেখানো হবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মোট ২২টি ছবি।
Comments are closed.