বিজেপিতে যোগ্য ব্যাক্তির অভাব নেই, গৌতম রায়ের যোগ দেওয়া একটি সাজানো গুজব: কবীন্দ্র পুরকায়স্থ
বিজেপি একটি অত্যন্ত সংগঠিত দল, আমাদের প্রার্থী বাছাই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকের সঙ্গে বৈঠক করছেন। তবে কংগ্রেস নেতা গৌতম রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কোনও কথাবার্তা হয়নি। গৌতম রায় বিজেপিতে যোগ দেবেন বা দলের প্রার্থী হবেন এমন কোনও কথা বিজেপির তরফে বলা হয়নি। এটি একটি সাজানো গুজব, এমনটাই মনে করেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ।
বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কবীন্দ্র পুরকায়স্থ। তিনি বলেন, গত পাঁচ বছরে বিজেপি প্রত্যেক এলাকায় এত শক্ত সংগঠন তৈরি করেছে যে দলের তরফে যে কাউকেই প্রার্থী করলে তিনি জিতে আসবেন। আমি প্রাক্তন জনপ্রতিনিধি, আজন্ম বিজেপি করেছি, তাই যতদিন জীবিত থাকবো এবং সুস্থ থাকব, প্রার্থী বাছাইয়ের সময় আমার নাম উঠে আসাটাই স্বাভাবিক। তবে এই সিদ্ধান্ত সংগঠন নেবে। আমি ২০১৪ সালের পর থেকেই বলে আসছি, প্রার্থী হওয়ার বাসনা আমার নেই, তবে দল সিদ্ধান্ত নিলে তার সম্মান জানাবো।
তবে গৌতম রায়ের মত ব্যক্তি বিজেপিতে যোগ দেবেন বলে যে গুজব বারবার উঠে আসছে তাতে আমি অন্তত বিশ্বাস করিনা। অনেকেই গুজব ছড়িয়েছে গৌতম রায় নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অথচ মুখ্যমন্ত্রী যে বৈঠক করলেন তাতে তিনি গৌতম রায় নিয়ে কোনো কথা বলেননি। আমাদের দলের ভেতর যোগ্য ব্যক্তির অভাব নেই যে একজন অন্য দলের লোককে এনে মুখ্যমন্ত্রী নিজে কোন পদে বসাবেন, আমরা সে ধরনের রাজনীতি করি না।
মুখ্যমন্ত্রী জেলার সাংগঠনিক স্তরে প্রত্যেক প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে দেখা করেছেন এবং দলের তরফে প্রার্থী বাছাই নিয়ে সমীক্ষাও হয়েছে। দল যদি আমাকে প্রার্থী করে আমি যেমনটা পরিশ্রম করব, একই সঙ্গে অন্য যে কাউকে প্রার্থী করলে আমার পরিশ্রমের মাত্রা কমে যাবেনা। আমরা নিজের জন্য রাজনীতি করিনা, দেশের স্বার্থে নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আমাদের এত তোড়জোড়।
Comments are closed.