শিলচরে হবে বিরাট সরকারি মিউজিয়াম, জমি দেখে গেলেন ডিরেক্টর অয়াঙলেংটন
রাজ্য সরকারের উদ্যোগে বরাক উপত্যকাতে বিরাট আকারের মিউজিয়াম গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে মঙ্গলবার বরাক সফরে আসেন আসাম মিউজিয়াম বিভাগের ডিরেক্টর অয়াঙলেংটন। শিলচর সহ বরাকের বেশ কয়েকটি এলাকা প্রদর্শন করেন তিনি।
পরে তিনি শিলচর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে প্রকল্পটির কথা তুলে ধরেন। প্রায় দুই কোটি টাকার বাজেটে গড়ে তোলা হবে এই মিউজিয়ামটি যা বরাক উপত্যকায় আগে হয়নি। শিলচরের নর্মাল স্কুল সংলগ্ন এলাকা অথবা রংপুর এলাকায় এটি বানানোর কথা ভাবছেন ডিরেক্টর। তবে এর জন্য ৩ থেকে ৫ বিঘা জমি দরকার। জমি পাওয়া গেলে তবেই ডিপিআর তৈরি করা হবে। পূর্ত বিভাগের তত্ত্বাবধানে তৈরি হবে মিউজিয়ামটি। এতে এই অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠীর সংস্কৃতি সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনও থাকবে। এটির নামকরণও এই অঞ্চলের ঐতিহ্যকে ঘিরেই হবে।
গুয়াহাটির সরকারি মিউজিয়াম সহ রাজ্যে এপর্যন্ত ১০টি এধরনের মিউজিয়াম রয়েছে,তবে বরাক উপত্যকা এব্যাপারে এতবছর ধরে পিছিয়ে ছিল। এবার মিউজিয়ামটি হওয়াতে এই অঞ্চলের মানুষ লাভবান হবেন বলে মনে করেন অয়াঙলেংটন।
Comments are closed.