উল্টো পুরাণ : এবার দুজন ভারতীয়কে সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠালো বাংলাদেশ
দুজন ভারতীয়কে বৃহস্পতিবার করিমগঞ্জের সুতারকান্দির ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হলো। অন্যদিকে একজন বাংলাদেশিকে তার নিজের দেশে পাঠানো হয়েছে। ভারতীয় দুজনের নাম ইকবাল হোসেন দিলওয়ার এবং সেলিম উদ্দিন। ভারতীয় দুজন হোজাই’র বাসিন্দা বলে জানা যায়। অন্যদিকে বাংলাদেশী ব্যক্তির নাম বাবলু রায় ঘাটোয়ার।
জানা গেছে, হোজাই’র বাসিন্দা ইকবাল হোসেন দিলোয়ার এবং সেলিম উদ্দিন গত বছর পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছিল।কাজেই বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার জন্য পুলিশ তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদেরকে বাংলাদেশের জেলে পুরে দেওয়া হয়। এরপর থেকে জেলে থাকতে হয়েছে দুজনকে। দুই দেশের আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পর সিদ্ধান্ত হয় যে তাদেরকে আবার ভারতে ফেরত পাঠানো হবে। এরই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে দুজনকে ভারতে নিয়ে আসা হয়েছে। এই প্রক্রিয়ায় সুতারকান্দিতে করিমগঞ্জ পুলিশের সঙ্গে হোজাই পুলিশও উপস্থিত ছিল।
অন্যদিকে বাংলাদেশি যুবক বাবলু প্রায় চার বছর আগে করিমগঞ্জের পাথারকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। একইভাবে করিমগঞ্জ পুলিশের হাতে ধরা পড়ে বাবলু। এরপর প্রায় চার বছর ডিটেনশন ক্যাম্পে তাকে সাজা কাটতে হয়েছে। শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর বৃহস্পতিবার সুতারকান্দি সীমান্ত দিয়ে বাবলুকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
Comments are closed.