Also read in

শিলচর লায়ন্স ক্লাবের গণবিবাহ ২৭শে,বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ২৫ জোড়া পাত্রপাত্রী

লায়ন্স ক্লাব, শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় গণ বিবাহ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭ জানুয়ারি রবিবার। ওইদিন সকাল ১১ টায় শহরের নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই গণ বিবাহ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে জানান লায়ন্স ক্লাব গণ বিবাহ প্রকল্পের চেয়ারম্যান অমরনাথ খান্ডেলওয়াল সহ অন্যরা।

গণ বিবাহ প্রকল্পের চেয়ারম্যান অমরনাথ খান্ডেলওয়াল এ দিন বলেন, লায়ন্স ক্লাবের উদ্যোগে এ বছর মোট ২৫ জোড়া পাত্রপাত্রীর বিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শিলচরে গণ বিবাহ শুরু হয়েছিল ২০০৫ সালে। প্রথমবার হয়েছিল ৬ জোড়া বিয়ে। এই প্রকল্প এ বার ১৫ বছরে পা দিয়েছে।

অমরনাথ খান্ডেলওয়াল আরও বলেন, ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত মোট ৩২২ জোড়া পাত্রপাত্রীর বিয়ে হয়েছে। আর এ বারের ২৫ জোড়া যোগ হলে এই সংখ্যা গিয়ে ৩৪৭ এ দাঁড়াবে। এর মধ্যে ২০১৭ সালে হয়েছে সর্বোচ্চ ৩৪ জোড়া বিয়ে।

তিনি সঙ্গে জানান, ২৭ জানুয়ারি রবিবার সকাল ১১টা থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। চারটি কুঞ্জ বানানো হচ্ছে বিয়ের জন্য। থাকবেন ৬ জন পুরোহিত। বিয়েকে কেন্দ্র করে দিনভর হবে গানবাজনা, হইহুল্লোড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেবেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ৩২২ জি এর ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ এম এল আগরওয়াল। এ ছাড়াও আসবেন বরাক উপত্যকার ১৬ টি লায়ন্স ক্লাবের সদস্যরা। সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি নীলাঞ্জন গুপ্ত, দিলীপ চক্রবর্তী, বাপন দাস প্রমুখ।

Comments are closed.