Also read in

হাজার হাজার ভক্তসমাগমে কাঁচাকান্তি মন্দিরে আজ যেন এক কুম্ভমেলা

৪০তম বার্ষিক উৎসবের দ্বিতীয় দিনে আজ কাঁচাকান্তি মন্দিরে পুণ্যার্থীর ঢল নামে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় এক লক্ষ লোক মায়ের মন্দিরে ভক্তি নিবেদন করেন, মহাপ্রসাদ গ্রহণ করেন প্রায় ষাট হাজার ভক্ত। এক ভক্ত জানালেন “এ বৎসর জনসমাগম বিগত বছরগুলো থেকে অনেক বেশি”।

আজকের অনুষ্ঠান সূচিতে ছিল সকাল নয়টায় পূজা আরম্ভ, দশটায় কীর্তন, বেলা ১১ টায় ভোগ, দুপুর ১২ টা থেকে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি । রাত্তিরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে।

 

উপচে পড়া ভিড় সামলাতে এলাকা জুড়ে পুলিশ প্রশাসন বেশ সক্রিয় ছিল। মন্দির চত্বরসহ আশপাশের রাস্তায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। যানজট সমস্যা এড়াতে কালীবাড়ি রোডে যানবাহনের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মন্দির চত্বরে রয়েছে সিসি ক্যামেরা।

 

বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন রাস্তার পাশে। অনেকটা ছোটখাটো মেলার মতো। আশেপাশের বাগান অঞ্চল থেকে আসা ভক্তদের সংখ্যা চোখে পড়ার মতো।

Comments are closed.