লকডাউনের মধ্যে ট্রাকে লুকিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত বরাকের তিন শ্রমিক, গুরুতর আহত এক
লকডাউন চলার সময় ট্রাকে করে লুকিয়ে নিজের বাড়িতে ফিরতে গিয়ে ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসের শিকার হল এক শ্রমিকের দল। এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারাতে হল তিন শ্রমিককে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য একজন শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনায় প্রকাশ, কুশিয়ারকুলের ছয় সাত জন শ্রমিক লকডাউন শুরু হলে মেঘালয়ে আটকা পড়ে যান। লকডাউন চলায় তারা কাজ করতে পারছিলেন না এবং কাজের অভাবে দৈনন্দিন জীবন চালানো তাদের জন্য মুশকিল হয়ে উঠেছিল। তাদের কাছে থাকা পয়সা কড়ি ও শেষ হয়ে গিয়েছিল। এই অবস্থায় অন্য কোন উপায় না থাকায় শনিবার বিকেলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সড়কের কাজে ব্যবহৃত বিটুমিন ভর্তি একটি ট্রাকের মধ্যে লুকিয়ে তারা নিজের বাড়িতে আসছিলেন। কিন্তু রাত সাতটা নাগাদ বদরপুর-জোয়াই জাতীয় সড়কের লুমস্লং এলাকায় আসার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আর এরই ফলে ঘটনাস্থলেই তিন জনের করুণভাবে মৃত্যু হয়। মৃতদের নাম তাজেল উদ্দিন, গিয়াস উদ্দিন ও রেহিম উদ্দিন বলে জানা গেছে। ঘটনায় কসুর হোসেইন নামক এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। নিহত ও আহতদের বাড়ি কুশিয়ারকুল এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে লুমস্লং পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। তারা গুরুতরভাবে আহত শ্রমিক এবং অল্প বিস্তর আহত হওয়া অন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
আহত কউসর হোসেইনের হাত পা ভেঙ্গেছে এবং বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন।
Comments are closed.