লক ডাউনের মধ্যেই শিলচর বদরপুর জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় নিহত তিন
চলছে লকডাউন, রাস্তা প্রায় ফাঁকা। এর মধ্যেই মঙ্গলবার দুটো পৃথক পৃথক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর বদরপুর ৩৭ নং জাতীয় সড়কে । দুই ঘাতক লরির বেপরোয়া চালনায় মারা গেলেন দুই প্রৌড় এবং এক কলেজ ছাত্র।
প্রথম ঘটনাটি ঘটে সকাল ছয়টা তিরিশ মিনিটে কাটাখাল কালিনগর এলাকার গোপাল গোবিন্দ জিউ আশ্রমের সামনে । শিলচর থেকে বদরপুর গামী একটি লরি দ্রুতবেগে এসে প্রাতঃভ্রমণ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প রত দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঐ দুই ব্যক্তি রনেন্দ্র নাগ (৬৭) ও রঞ্জন দে (৬৫)কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনতা এবং কাটাখাল পুলিশ ১০৮ অ্যাম্বুলেন্সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়। তাদের দুজনেরই বাড়ি কালিনগর দ্বিতীয় খণ্ডে বলে জানা গেছে। পুলিশ পিছু ধাওয়া করে ঘাতক লরিকে আটক করতে সক্ষম হয়।
এদিকে, অপর ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা নাগাদ বদরপুর ঘাট এলাকার ঠান্ডাপুরে । বদরপুর এস টি রোডের উত্তম দত্তের ১৯ বছরের ছেলে রাহুল দত্ত বাইকে এসটি রোডের বাড়িতে আসছিল। ঐ সময় দ্রুতবেগে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় রাহুলের, ছিটকে পড়ে রাস্তায়, মাথায় প্রচন্ড আঘাত লাগে। মস্তিষ্কে প্রচন্ড রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দত্তের। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে শ্রী গৌরী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ পারে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়।
তরতাজা যুবকের এই অকাল মৃত্যুতে বদরপুর এস টি রোড এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Comments are closed.