সাত সকালে তারাপুরে রেল লাইনের পাশ থেকে ফুটফুটে শিশুকন্যা উদ্ধার
রেললাইনের পাশ থেকে বছর তিনেকের এক ফুটফুটে শিশুকন্যা উদ্ধার হল । ঘটনাটি তারাপুর গুণময়ী রোডের কাছের রেল লাইনের কাছে, আজ সকালের।
সাত সকালে স্থানীয় জনতা দেখতে পান এক ফুটফুটে শিশু কন্যাকে কে বা কারা রেললাইনের পাশে রেখে গিয়েছে। শিশুটি ছোট্ট একটা বিছানার ওপর শুয়ে আছে, হাত পা নেড়ে আপন মনে খেলা করছে।
তখন এক মহিলা শিশু কন্যাটিকে নিয়ে যান নিজের ঘরে, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এই ফুটফুটে শিশু কন্যাকে কে বা কারা এইভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে গেল তা এখনো খোলাসা হয়নি । তবে এই ঘটনা চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়েত।
Comments are closed.