উদারবন্দে গ্রেফতার তিন ড্রাগস্ সেবনকারী, সঙ্গে মিলল সিরিঞ্জ ও ড্রাগসের প্যাকেট
ড্রাগস্ সেবনের সন্দেহে বৃহস্পতিবার সকালে উদারবন্দ এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে উদারবন্দের দুর্গানগর এলাকায় ভিআইপি রোডের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছথেকে সিরিঞ্জ এবং ড্রাগসের বোতলও পাওয়া যায়। তিনজনই তরুণ এবং এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন সকালে উদারবন্দের দুর্গানগর এলাকায় ভিআইপি রোডের পাশে তাদের দেখতে পায় পুলিশ। তাদের দেখে সন্দেহ হওয়াতে প্রথমে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের পাকড়াও করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং এদিন বিকেলে আদালতে তাদের তোলা হয়েছে। তিন অভিযুক্ত ড্রাগস সেবনকারীর নাম হচ্ছে বাবুল সিংহ (২০), জব্বার আহমেদ বড়লস্কর (২২) এবং বুলবুল হোসেন লস্কর (২২)।
উদারবন্ধ থানার তরফে পুলিশ আধিকারিকরা এব্যাপারে বলেন, তিন তরুণকে জিজ্ঞাসাবাদে বোঝা গেছে তারা ড্রাগস সেবন করছিল, তাদের সঙ্গে ড্রাগস থাকার পর্যাপ্ত প্রমাণও রয়েছে। তাই আমরা তাদের গ্রেফতার করে আইনের হাতে তুলে দিয়েছি। মাদক সেবনকারী তিন তরুণ ওই এলাকারই বাসিন্দা। এভাবে প্রকাশ্যে তারা ড্রাগস নিচ্ছে, তার মানে এলাকায় এর চলন রয়েছে। আমরা এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। জেলায় যেসব এলাকা থেকে ড্রাগস-জাতীয় মাদক পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় কড়া পাহারা রয়েছে। আমাদের আধিকারিকদের কড়া নজরদারি রয়েছে প্রত্যেক এলাকায়। এবার থেকে যারা এসব পাচার করবে বা সেবন করবে, কাউকে ছেড়ে দেওয়া হবেনা। তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার মত এই মাদকগুলোকে আমরা আমাদের মতো করে নির্মূল করার চেষ্টা করব। তবে সমাজকেও এসবের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। কেউ যদি কোন কিছু সন্দেহজনক দেখতে পান তাহলে আমাদের জানাতে হবে। আমরা কথা দিচ্ছি এসব ব্যাপারে তাৎক্ষণিক এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে।
Comments are closed.