Also read in

নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি রুখতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে জেলায় বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছেন l

সোমবার শিলচরে জারি করা এই আদেশের কারন হিসেবে উল্লেখ করা হয়েছে যে,

“এটি নিম্নস্বাক্ষরিত ( কাছাড়ের ডেপুটি কমিশনার) এর কাছে প্রতীয়মান হয়েছে যে,কাছাড় জেলায় এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে যাতে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে। এর ফলে জীবন ও সম্পত্তির ক্ষতির ঘটনা ঘটাতে পারে এবং তাই এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা রোধে এই আদেশ অবিলম্বে কার্যকরি করার প্রয়োজন হয়ে পড়েছে।”

এই আদেশের অধীনে কোন প্রকাশ্য স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা করতে পারবেন না l

কোনো মিটিং মিছিল বা বিক্ষোভের আয়োজন করা যাবে না।

কোনো ব্যক্তি প্রকাশ্য স্থানে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না l

ভারতীয় অস্ত্র আইন, ভারতীয় বিস্ফোরক আইন,১৮১৮ -এর ধারা ৪ এর অধীনে লাঠি, অন্য কোনও অস্ত্র বা যন্ত্র (যা ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে) নিয়ে কেউ চলাফেরা করতে পারবেন না l

কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন কোনও গুজব ছড়ানো যাবেনা l

শহরে আগুনের মশাল ব্যবহার করাও নিষিদ্ধ থাকবে এই আদেশে৷

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সমগ্র জেলায় এই নির্দেশ বলবৎ থাকবে বলে এতে জানানো হয়েছে l

Comments are closed.