Also read in

আজকের শিরোনাম: অসমকে কাশ্মীর হতে দেবেনা বিজেপি: অমিত

সুপ্রভাত, আজ সোমবার, ৫ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ১৮ই ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পুলওয়ামা জঙ্গি হামলা প্রসঙ্গে বিভিন্ন খবর আজও স্থানীয় পত্রিকাগুলোর সিংহভাগ জুড়ে রয়েছে। বড় বড় হরফে প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

সাঁড়াশি আক্রমণের পথে ভারত- ইরান! আগুন জ্বলছে আমার বুকে:মোদি

সাথে আছে,

  • যুদ্ধের জন্য প্রস্তুত বায়ুসেনা
  • দেশদ্রোহীদের নিরাপত্তা কেড়ে নেওয়া হলো
  • দেশ জুড়ে জনক্ষোভ আগ্নেয়গিরির রূপ নিয়েছে- শিলচরেও বিক্ষোভ প্রদর্শন
  • বর্জন করুন পাক শিল্পীদের, বলিউডকে হুমকি এমএমএসের
  • প্রত্যাঘাতের আশঙ্কা! জঙ্গিদের আড়াল করছে পাকিস্তান

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

আগুন জ্বলছে আমারও: মোদি

সাথে আছে,

  • পুলওয়ামা হামলার চক্রী এখনও কাশ্মীরে! আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে
  • শহীদ তর্পণ: আজ দেশজুড়ে উপবাসব্রত ব্যবসায়ীদের
  • সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে পাকিস্তান: রাজনাথ

সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

‘হিন্দুস্তানকো রোনা চাহিয়ে’ হামলার আগে জঙ্গিদের বার্তা দিয়েছিল মাসুদ।। পুলওয়ামা কাণ্ডের তদন্তে নিয়া-র হাতে এল বিস্ফোরক তথ্য

আছে এই প্রসঙ্গে আরো খবর,

  • পাকিস্তানকে বিরাট মূল্য চোকাতে হবে’, বদলার হুঁশিয়ারি এবার ইরানের
  • সীমান্তের লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের সরাচ্ছে পাকিস্তান, উত্তেজনার আবহ
  • পাক বিদেশমন্ত্রক ও সেনার ওয়েবসাইট হ্যাক, সাইবার হামলার অভিযোগ
  • পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী হামলায় মৃত অন্তত ৯
  • বিশ্বের সেরা টয়লেট পেপার পাকিস্তানের পতাকা ! বলছে গুগল

বিজেপি সভাপতি অমিত শাহের আসাম সফরে এসে প্রদত্ত বক্তব্য নিয়ে সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া শিরোনাম,

অসমকে কাশ্মীর হতে দেবে না বিজেপি: অমিত :: ‘ক্ষমতায় আসবো, বিল ফের আনব; বেছে বেছে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের’

যুগশঙ্খ লিখেছে,

লখিমপুরে অমিত হুঙ্কার: জনবিন্যাস পরিবর্তনে বিপদ! ক্ষমতায় এলে ফের নাগরিকত্ব বিল

এই প্রসঙ্গে যুগশঙ্খের আরেকটি খবর,

বৃষ্টিতে চেয়ার মাথায় লক্ষ লোক, ভোটের আগে উচ্ছ্বসিত বিজেপি

পুলওয়ামা কাণ্ড নিয়ে ব্যবসা বন্ধের খবর আজ সবগুলো পত্রিকা জানিয়েছে। সাময়িকের শিরোনাম,

আজ সারাদেশের সঙ্গে ১২ ঘন্টার ব্যবসা বন্ধ বরাকেও

প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে রঙিন বক্সে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

দেশের আর্থিক অবস্থা নড়বড়ে: মনমোহন

অন্য একটি বক্স আইটেম,

অসমে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা

তৃতীয় পৃষ্ঠায় প্রান্তজ্যোতির কয়েকটি খবর,

  • নিষিদ্ধ ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পতাকা, ব্যানার লাগানো নিয়ে উত্তেজনা হাইলাকান্দিতে
  • অসম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ইতিহাসগ্রন্থ প্রকাশের দাবি উঠল আকসার সুবীর কর স্মরণে

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

ধ্বংসের বিশ্বে সৃষ্টির বার্তা

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

কৃষিতে সর্বাধুনিক প্রক্রিয়া জরুরি

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

  • আইনস্টাইন ও ঈশ্বর
  • শ্রদ্ধেয় গণতন্ত্র , সশক্ত দেশ

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গের খবর,

বিপিএলে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস অব দ্যা আর্থ

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • পুলওয়ামা হামলার প্রতিবাদ: বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের দাবি জোরাল হচ্ছে
  • ভারতে বন্ধ পাকিস্তান সুপার লিগ এর সম্প্রচার
  • আই লিগ: ঘরের মাঠে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল

Comments are closed.