Also read in

আজকের শিরোনাম: ৬৯তম বন মহোৎসবের সূচনা-কাদায় নেমে গাড়ি ঠেললেন ব্যতিক্রমী মন্ত্রী পরিমল। চূড়ান্ত খসড়ায় বাদ পড়বেন বৈধ নাগরিক আশঙ্কা সুস্মিতার।

সুপ্রভাত ! আজ সোমবার, ২রা জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে গতকাল রাশিয়া স্পেনকে নির্দিষ্ট এবং অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে ৪-৩ গোলে হারায়। এই খবর নিয়েই মুখ্য শিরোনাম করেছে স্থানীয় প্রায় সবগুলো পত্রিকা।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ:

ঈশ্বরের হাত’ ধরেই শেষ আটে রাশিয়া- টাইব্রেকে স্পেনকে ছিটকে দিলেন আকিনফিভ

দৈনিক প্রান্তজ্যোতির ৮ কলাম জোড়া শিরোনাম:

বুল ফাইটারদের হারিয়ে চমক রাশিয়ার

সাময়িক ৮ কলাম জুড়ে শিরোনাম করছে:

ধ্বংস তিকিতাকা, এগোলো রুশ বিপ্লব

তবে দৈনিক নববার্তা প্রসঙ্গ লিড করেছে এনআরসির খবরকে:

এনআরসির চূড়ান্ত খসড়ার শুনানি আজ সুপ্রিম কোর্টে ।।ডিভিশন বেঞ্চের মুখোমুখি হচ্ছেন হাজেলা ।। নতুন তারিখ ঘোষণার সম্ভাবনা।

এনআরসি নিয়ে একই খবরে সাময়িক লিখেছে:

দুশ্চিন্তা জিইয়ে রেখেই চূড়ান্ত খসড়ার ভাগ্য নির্ধারণ আজ

এনআরসি নিয়ে যুগশঙ্খের খবর :

এনআরসি প্রস্তুতি- শহরে আজ মুখ্য সচিব- ডিজিপি- স্পেশাল ডিজিপি

রবিবার এক সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেবের বক্তব্যকে দ্বিতীয় শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে:

বিজেপির সম্পর্ক অভিযানে ডি ভোটাররা ব্রাত্য কেন: সুস্মিতা ।। সর্বানন্দ আধ্যাত্মিক নেতা, রাজনীতিক নন।। নাগরিকত্ব বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার প্রত্যাহ্বান কংগ্রেসের

এই নিয়ে প্রান্তজ্যোতির খবর:

চূড়ান্ত খসড়ায় বাদ পড়বেন বৈধ নাগরিক, আশঙ্কা সুস্মিতার।। কাগজ কল পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি।

জিএসটির বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে দ্বিতীয় শিরোনাম করে সাময়িক জানাচ্ছে :

জিএসটি-র বর্ষপূর্তিতে কংগ্রেসকে খোঁচা মোদির ।। দুধ ও মার্সিডিজে একই হারে কর বসতে পারে না

সাময়িক ছবি সহ অন্য একটি খবর জানাচ্ছে:

৬৯তম বন মহোৎসবের সূচনা – কাদায় নেমে গাড়ি ঠেললেন ব্যতিক্রমী মন্ত্রী পরিমল

আঙ্কর নিউজে সাময়িক জানাচ্ছে:

লোকসভা নির্বাচন, ২২ দফা কৌশল বিজেপির : স্মার্টফোন ব্যবহারকারী ও বাইক বাহিনী তৈরীর জন্য রাজ্যগুলিকে নির্দেশ অমিতের

তিন এর পাতায় যুগশঙ্খের কয়েকটি খবর:

  • মেহেরপুরে বেহাল সড়ক ! দু’ঘণ্টার অবরোধ
  • আধার – প্যান সংযুক্তিকরণের সময়সীমা আরও এক দফা বাড়ালো কেন্দ্র সরকার
  • দিল্লিতে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধারে চাঞ্চল্য
  • উত্তরাখন্ডে যাত্রীবাহী বাস খাদে, হত ৪৭

খেলার পাতায় ব্রাজিলের আজকের অনুষ্ঠিতব্য খেলা নিয়ে যুগশঙ্খের শিরোনামঃ

সামরায় আরও একটা অঘটনের আশায় মেক্সিকো- আজ সাম্বা ম্যাজিক চাইছে ব্রাজিল

প্রান্তজ্যোতির শিরোনাম :

অভিশাপ কাটাতে মরিয়া মেক্সিকো- আজ ফেভারিট হিসাবেই নামছে ব্রাজিল

বিশ্বকাপে আজ:

  • ব্রাজিল বনাম মেক্সিকো সন্ধ্যা ৭-৩০ মিনিট
  • বেলজিয়াম বনাম জাপান রাত ১১-৩০ মিনিট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!