Also read in

আজকের শিরোনাম: বরাকে পা দিলে 'উইপোকা'র জবাব দিতে হবে অমিত শাহকে : সুস্মিতা

সুপ্রভাত, আজ বুধবার, ১৩ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ ; ৩১শে অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ । আজ লৌহমানব সর্দার প্যাটেলের জন্মদিন। জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

কংগ্রেসের সর্বভারতীয় নেতা হরিশ রাওয়াতের বরাক সফর নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

  • উদ্বাস্তু বিল নিয়ে মৌন! রাওয়াতের নিশানায় মোদিই :: জেপিসি’র রিপোর্টে অবস্থান ঠিক করবে কংগ্রেস, জনসমাগমে উজ্জীবিত সুস্মিতারা ।।
  • বিল :প্রদেশ কমিটির লাইন মানবোনা, রিপুনের সামনেই হরিশকে বার্তা বরাক কংগ্রেসের

অনেকগুলো ছবি সহ সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

হাজেলাকে দিয়ে আরো নাম বাদ দিতে চাইছে সরকার: রাওয়াত ।। বরাকে পা দিলে ‘উইপোকা’র জবাব দিতে হবে অমিত শাহকে :সুস্মিতা

প্রান্তজ্যোতি লিখেছে,

পনেরো নথি মেনে ভারতীয়দের এনআরসিতে অন্তুর্ভুক্তির দাবি হরিশের – লোকসভায় রাজ্যের ১৪টি আসনই জিতবে কংগ্রেস

তবে, সুপ্রিমকোর্টে রাজ্যের হলফনামা দাখিলের খবরকে মুখ্য শিরোনাম করেছে সাময়িক প্রসঙ্গ এবং দৈনিক প্রান্তজ্যোতি।

প্রান্তজ্যোতি লিখেছে,

১৫;নথি বহাল চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য ।। ভিত্তিবর্ষ ৫১ চায় অসম সম্মিলিত মঞ্চ

সাথে আছে,

উত্তরপূর্বকে গ্রাস করছে বাংলাদেশী মুসলিমরা: হিমন্ত

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ ,

রেশন কার্ড বাদে সব নথি বহাল থাকুক, সুপ্রিম কোর্টে রাজ্য – খসড়ায় অন্তর্ভুক্তদের ফের নথি যাচাইয়ের পক্ষে সর্বা সরকার

এনআরসি সংক্রান্ত অন্য একটি খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে যুগশঙ্খ লিখেছে,

এনআরসি-ছুটদের বাংলায় আশ্রয় : মমতা ।। আতঙ্কে আত্মহত্যা করছেন বাঙালিরা, ক্ষোভ দিদির

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,

‘অসমে বাঙ্গালী খেদাও, গুজরাটে বিহারী খেদাও’, ফের বিজেপিকে তোপ মমতার

অ্যাঙ্কর প্রতিবেদনে যুগশঙ্খ লিখেছে,

শান হেনস্তায় সাংস্কৃতিক আন্দোলনের সওয়াল বাংলার শিল্পীদের

যুগশঙ্খের আরো কয়েকটি খবর,

  • ইউপিএ আমলের ঢালাও ঋণেই সংকট, রিজার্ভ ব্যাঙ্ককে দোষারোপ জেটলির
  • হিন্দুরা এক না হলে অসম ইসলামিক রাজ্য হবে : গোহাঁই
  • শান্তি আলোচনায় বরাকের জন্য প্যাকেজ চাইল আলফা
  • দান্তেওয়াড়ায় মাও হামলায় দূরদর্শনের সাংবাদিকসহ মৃত তিন

অন্য একটি খবরে সাময়িক প্রসঙ্গ ছবিসহ জানাচ্ছে,

প্রধান ডাকঘরে এজেন্টের অর্থ লুটের চেষ্টা – শিলচরে ধৃত কিশোরসহ পশ্চিমবঙ্গের তিন লুটেরা

বক্স করে সাময়িক জানাচ্ছে,

তারিখ পে তারিখ -আরও বাড়ল বৃদ্ধ চন্দ্রধর দাসের ‘ডি” যন্ত্রণার মেয়াদ

সাময়িক প্রসঙ্গের আরো কয়েকটি খবর,

  • সিবিআইর মুষলপর্ব: সুপ্রিম কোর্টে গেলেন আস্থানার বিরুদ্ধে তদন্তকারী
  • আজ থেকে এটিএমে সর্বোচ্চ তোলা যাবে ২০ হাজার টাকা
  • শিলাদিত্যের কাছে সমন পৌঁছয় না কেন, পুলিশকে প্রশ্ন আদালতের
  • তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত, দাবি মুকেশ আম্বানির

প্রান্তজ্যোতি ছবিসহ বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্থাপনের খবরে গুরুত্বসহকারে জানাচ্ছে,

প্রতীক্ষার অবসান, আজ উন্মোচন ‘স্ট্যাচু অফ ইউনিটি’র

গতকাল শিলচর মেডিক্যাল কলেজে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন ডঃ বাবুল বেজবরুয়া, এই খবরে প্রান্তজ্যোতি ছবিসহ লিখেছে,

চলতি সপ্তাহে শিলচর মেডিকেল কলেজে আসছে ভিজিল্যান্স টিম – তদন্তে পূর্ণ সহযোগিতা করব ডঃ বেজবরুয়া

আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির আরেকটি খবর,

  • উগ্র জাতীয়তাবাদীদের দমন না করলে চার টুকরো হবে অসম: প্রদীপ
  • পৃথক বরাকের দাবিকে অযৌক্তিক আখ্যা আলফার
  • শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার পথে : অনুপ চেতিয়া

খেলার পাতায় যুগশঙ্খের খবর,

তিরুবনন্তপুরমে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেল ভারত- ওয়েস্ট ইন্ডিজ

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

বিশ্বকাপে স্ত্রী- বান্ধবীকে চাইলেন কোহলিরা

ছবিসহ সাময়িকের খবর,

মা হলেন সানিয়া

মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.