Also read in

আজকের শিরোনাম : শহরে ই রিক্সায় নিষেধাজ্ঞা কার্যকর করার দাবি টাউন অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের

সুপ্রভাত, আজ সোমবার ১৭ই সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ৩১শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

আজ বিশ্বকর্মা পূজা।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

বরাক বিজেপির সমন্বয়রক্ষী দলের সাথে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

হিন্দু বাঙালির জন্য প্রয়োজনে দীর্ঘমেয়াদী ভিসা : রাজনাথ ।। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, কবীন্দ্রকে আশ্বাস

প্রান্তজ্যোতির সুপার অ‍্যাঙ্কর নিউজ :

নাগরিকত্ব বিলের অবর্তমানে দীর্ঘমেয়াদি ভিসাই রক্ষাকবচ : রাজনাথ ।। পাঁচটি নথি বহাল রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত

একই প্রসঙ্গে সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

আশঙ্কা গ্রাস করছে হিন্দু-বাঙ্গালীদের, রাজনাথকে বলল বরাক বিজেপি ।। প্রতীক হাজেলার তুঘলকি কান্ডের কথাও জানানো হলো স্বরাষ্ট্রমন্ত্রীকে

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,

  • হিন্দু বাঙালির নাগরিকত্বের পক্ষে সুপ্রিম কোর্টে আর্জি জমিয়তের – প্রকৃত ধর্মনিরপেক্ষতার নজির তুলে ধরা হয়েছে হলফনামায় : আইনজীবী তাপাদার
  • করিমগঞ্জে সাত বছরের শিশু সানি দেবকে নৃশংসভাবে খুনের খবর আজ সবগুলো পত্রিকা ছবিসহ প্রকাশ করেছে।

দৈনিক যুগশঙ্খ লিখেছে,

পরকীয়া! করিমগঞ্জে খুন নিষ্পাপ শিশু, ফেরার ঘাতক

আঙ্কর নিউজে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

মহাসড়কের নতুন স্থানে ফাটল, উদাস কর্তৃপক্ষ

প্রান্তজ্যোতির অন্য একটি খবর :

২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির চমক, আসছে টি-২০ ফর্মুলা ।। মোদি ফের প্রধানমন্ত্রী না হলে ভয়ংকর ভূমিকম্প হবে : রঞ্জিত দাস

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :

  • ফের বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম
  • কর ছাড়লে ৩৫-৪০ টাকায় পেট্রোল, ডিজেল দিতে পারি: রামদেব
  • রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের ভয়াবহ রূপ, বহু স্কুলে নেই ছাত্র ছাত্রী, অনুপাতে নেই শিক্ষক
  • অসম থেকে হিজবুলের ফান্ডে যাচ্ছে টাকা,রাজ্যে গ্রেফতার ৪
  • ২৪ ঘন্টা পর ও জলছে বাগরি মার্কেট, ক্ষতি কয়েক কোটি টাকা

হিজবুল মুজাহিদিন জঙ্গি প্রসঙ্গে সাময়িকের খবর:

  • অসমে জিহাদী-ঘাঁটি রয়েছে স্বীকার করলেন ডিজিপি শইকিয়া – বিধায়ক শিলাদিত্যের আশঙ্কা সত্য প্রমাণিত ।। গ্রেফতার সাইফুল, ওমর সাইদুল ১৪ দিনের পুলিশি জিম্মায়
  • শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্পে বন্দি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে মায়ানমারে, এই খবরে সাময়িক লিখেছে
  • শিলচরে বন্দি ৭ রোহিঙ্গাকে ফিরিয়ে নিচ্ছে মায়ানমার সরকার – ৪ অক্টোবর পাঠানো হবে মনিপুর সীমান্ত দিয়ে

প্রথম পাতায় সাময়িকের আরো কয়েকটি খবর,

  • পেট্রোলে জল, উত্তেজনা সোনাই রোডের পাম্পে
  • বামেদের দখলেই জেএনইউ’য়ের ছাত্র সংসদ , হতাশ গেরুয়া শিবির
  • বিল মেটানোর জন্য রোগীকে আর চাপ দিতে পারবে না হাসপাতাল
  • লোকসভা নির্বাচনের আগেই শুরু রাম মন্দিরের কাজ: রামবিলাস
  • ২০৪৭ সালে ফের দেশ ভাগ হবে : গিরিরাজ

তিন-এর পাতায় যুগশঙ্খের খবর

পারমিট দেওয়ার নামে অর্থ আদায়ে সক্রিয় দুষ্ট চক্র ! -শহরে ই রিক্সায় নিষেধাজ্ঞা কার্যকর করার দাবি টাউন অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

‘নতুন করে অটোরিকশার পারমিট দেওয়ার নাম করে বেপথে টাকা তুলছে দুষ্ট চক্র’ – ই রিক্সা চলাচলে পূর্বনির্ধারিত নিষেধাজ্ঞা আরোপের দাবি অটো মালিক সংস্থার

খেলার পাতায় রামানুজ গুপ্ত ট্রফির খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

ইন্ডিয়া ক্লাবকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করল টাউন ক্লাব

এশিয়া কাপ নিয়ে সাময়িকের খবর:

বিরাট নেই এশিয়া কাপে’ ধোনির কাঁধে বাড়তি দায়িত্ব – টিম ইন্ডিয়াকে প্র্যাকটিস করাচ্ছেন মাহি

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ ছুটি থাকায় আগামীকাল স্থানীয় পত্রিকা প্রকাশিত হবে না। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.