সুপ্রভাত, আজ মঙ্গলবার ২১শে আগস্ট ২৩১৮ খ্রিষ্টাব্দ ।। ৪ঠা ভদ্র ১৪২৫ বঙ্গাব্দ ।।
আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।
নব নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাঠানো আমাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বিতর্কের খবর আজ সাময়িক প্রসঙ্গ এবং যুগশঙ্খের মুখ্য শিরোনামে উঠে এসেছে।
দৈনিক যুগশঙ্খের লিড নিউজ :
মোদির চিঠির ভুল ব্যাখ্যা! ইমরান জমানায় ও পাকিস্তানি খেল – আলোচনার প্রস্তাব ভারতের ! ইসলামাবাদের দাবি উড়াল দিল্লি
সাময়িকের মুখ্য শিরোনাম :
মোদীর শুভেচ্ছায় বিতর্ক, ঢোক গিললো পাকিস্তান – শপথ নিয়েই পাক বিদেশমন্ত্রীর মিথ্যাচার, বিবৃতি দিল ইমরানের মন্ত্রক
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদনের খবরকে লিড করে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
সর্বদলীয় সমন্বয়ে অটলকে শ্রদ্ধা – স্মরণসভায় ভারতরত্নের সততা, উদারতা ও কর্মনিষ্ঠা নিয়ে বক্তৃতা
সাথে আছে,
বাজপেয়ির আদর্শ-চিন্তাধারায় চলার আহ্বান করিমগঞ্জের নাগরিক সভায় ।। বরাকের প্রতি বিশেষ নজর ছিল অটলজির : কবীন্দ্র
মনসা ভাসানে গিয়ে সদরঘাটে তলিয়ে যাওয়া শিক্ষক বিশ্বজিৎয়ের মৃতদেহ গতকাল সকালে মাসিমপুরের এমইএস জল সরবরাহ প্রকল্পের কাছে বরাক নদীতে ভেসে উঠে, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। সাময়িক প্রসঙ্গে লিখেছে :
মাসিমপুরে নদী থেকে উদ্ধার বিশ্বজিতের মৃতদেহ – রামচরন এখন ও সন্ধানহীন
এনআরসির খবরকে দ্বিতীয় শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে:
- ঢালাও অভিযোগের পথ খুলে শুরু আবেদনপত্র বিতরণ – আপত্তি জানাতে নেই সীমাবদ্ধতা, তথ্য পাতি দাখিলের বাধ্যবাধকতাও
- খসড়ায় নাম ওঠেনি কারণ ‘নো রিজন
এই প্রসঙ্গে সাময়িক সুপার এ্যাঙ্করে জানাচ্ছে :
খসড়ায় নাম থাকলেও নিশ্চয়তা নেই, আপত্তি জানালেও হবে না শাস্তি ।। সরকারী লাইন মেনেই আপত্তির ফর্ম প্রকাশ করল এনআরসি কর্তৃপক্ষ
প্রথম পাতায় যুগশঙ্খঝর আরও কয়েকটি খবর
- পাখির চোখ ২০১৯! রাজ্যে রাজ্যে ওয়ার রুম গড়ছে বিজেপি
- রাফালে নিয়ে কংগ্রেসকে ভুল তথ্য, রাহুলকে চিঠি আম্বানির
- বুধবার রাজ্যের সব নদীতে বিসর্জন হবে বাজপেয়ীর চিতাভস্ম
কেরলের বন্যা পরিস্থিতির খবরে সাময়িক লিখেছে :
কেরলে পরিস্থিতির উন্নতি, এবার বানভাসি কর্ণাটক।। তিরুবনন্তপুরমের পাশে গোটা দেশ, অর্থ দিলেন বিচারপতিরাও
সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি খবর :
- নীরব মোদী ইংল্যান্ডেই, দেশে ফেরানোর তোড়জোর
- রাম মন্দির তৈরিতে আইন চাইলেন বিজেপি উপ-মুখ্যমন্ত্রী
- রাষ্ট্রদ্রোহিতা – সিধুর বিরুদ্ধে মামলা
- ‘বাংলাদেশ বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিনেই লক্ষ মানুষ হত্যা করবে’ – আওয়ামী লীগের ভোট মহড়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল
হজের খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
সমাজ ও রাষ্ট্রের জন্য প্রার্থনা করলেন হজযাত্রীরা – মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্য আরাফাত ময়দানে ।। পুণ্যার্থীদের কান্নার রোল
কালার্ড বক্সে প্রান্তজ্যোতির অন্য একটি খবর :
পুলিশে ভয় নেই অপরাধীদের, অসামাজিক কাজের স্বর্গরাজ্য কাছাড়
তিনের পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে:
প্রকাশ্য স্থানে পশু কোরবানি না করার আহবান প্রশাসনের, পশুর অবশিষ্ট অংশ নদী-জলাশয় খেলতে বারন ওসির
পঞ্চম পৃষ্ঠায় যুগশঙ্খ জানাচ্ছে :
শিলকুড়িতে দিনমজুরের গলা কেটে খুন করল প্রতিবেশী, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঘুংগুর ফাঁড়িতে বিক্ষোভ
ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারত ৭ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে, যার ফলে ৫২১ রানের বিশাল স্কোর ইংল্যান্ডকে তাড়া করতে হবে, এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
বিরাট-শতরানে ‘বিরাট’ টার্গেট ইংল্যান্ডের
অষ্টাদশ এশিয়াডের খবরে সামরিক জানাচ্ছে :
এশিয়াডের দ্বিতীয় দিনে শুটিংয়ে জোড়া রূপো ভারতের – সোনা জিতে ইতিহাসে দঙ্গল গার্ল
বাবুল হোড় ট্রফির খবরে যুগশঙ্খ লিখেছে :
লাল দিনের গোলে জিতে সেমিফাইনালে অরুণাচল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম ।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.