Also read in

আজকের শিরোনাম: সাম্বার ছন্দপতন, লাতিন আমেরিকার বিদায়।। বিধায়ক নিজাম উদ্দিনের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের মামলা, চাঞ্চল্য হাইলাকান্দিতে।।

সুপ্রভাত ! আজ শনিবার, ৭ই জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ২২শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে গতকাল বেলজিয়াম ব্রাজিলকে ২-১ গোলে এবং ফ্রান্স উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে। এই খবরকেই লিড করেছে আজকের সবগুলো পত্রিকা।

সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম :

লাতিন আমেরিকার বিদায় – সুয়ারেজের পথেই হাঁটলেন নেইমার

নববার্তা প্রসঙ্গের মুখ্য শিরোনাম:

ভলগার তীরে থেমে গেল সাম্বা,সেমিতে বেলজিয়াম

প্রান্তজ্যোতির ৮ কলাম জোড়া লিড নিউজ:

সাম্বার ছন্দপতন, বিগ ব‍্যাং বেলজিয়াম

যুগশঙ্খের লিড নিউজ:

বিদায় ব্রাজিলের ও- ফ্রান্সের বিরুদ্ধে সেমিতে বেলজিয়াম

এনআরসি নিয়ে খবরে প্রান্তজ্যোতি সমুজ্জ্বল ভট্টাচার্যের বক্তব্য উদ্ধৃত করে লিখেছে

আমরা বাঙালি বিদ্বেষী নই : সমুজ্জ্বল।। এনআরসি নিয়ে বাংলাদেশে উস্কানিমূলক খবর প্রকাশে উদ্বেগ

বিধায়ক শিলাদিত্য কে উদ্ধৃত করে অন্য খবর:

এনআরসির বহু অপারেটর বাংলা দেশি -শিলাদিত্য

আরেকটি খবর :

এন আর সি তে নাম বাদ পড়লে হাতে অস্ত্র নেওয়ার হুমকি রসূল হকের

দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে:

বঙ্গাইগাঁও-এ বাঙালি সমাবেশের পর পাল্টা চ্যালেঞ্জ আলফার – অসমের পাকিস্তান ভুক্তির বিরোধিতাকারী প্রথম উপাধ্যক্ষ আমির উদ্দিনের পরিবারের সদস্যদের নাগরিকত্ব অনিশ্চিত!

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্য উদ্ধৃত করে সাময়িকের অন্য খবর :

জন্মসূত্রে নাগরিক হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে- বাঙ্গালীদের অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে সরকার : কমলাক্ষ

আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের মামলার খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে; সাময়িক প্রসঙ্গ বক্স করে লিখেছে

বিধায়ক নিজাম উদ্দিনের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের মামলা, চাঞ্চল্য হাইলাকান্দিতে

সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কর নিউজ :

শিলচর পুরসভার চালু হলো ‘অনলাইন ট‍্যাক্স পেমেন্ট’

সাময়িকের আরও কয়েকটি খবর:

  • সিদ্দেককে জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার চাইলেন শিলাদিত্য
  • জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না, জানালো মালয়েশিয়া
  • দুর্নীতির দায়ে নওয়াজ শরীফের ১০ বছরের জেল, কন্যার ৭ বছর
  • ভোটার তালিকা সংশোধন শুরু সেপ্টেম্বরে

দৈনিক প্রান্তজ্যোতির কয়েকটি খবর :

  • আজ নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে চুক্তিপত্র বন্টন করবেন হিমন্ত- সোমবার দুই দিনের পাহাড় সফরে
  • মাঝিরগ্রামে বাইক দুর্ঘটনায় হত যুবক
  • প্রশাসনের আশ্বাসে আইজল সড়কে অবরোধ প্রত্যাহার
  • প্রতারণা মামলায় আটক আব্দুল আহাদ

তিন-এর পাতায় প্রান্তজ্যোতির দুটি খবর :

  • কাগজ কল বন্ধ করে বরাকবাসীকে অপমান করল বিজেপি: সিপিএম
  • আগরতলা থেকে দেওঘর সরাসরি ট্রেনের যাত্রা শুরু

খেলার পাতায় বিশ্বকাপে আজকের খেলার খবরে সাময়িক প্রসঙ্গ লিখছে:

সুইডেনকে দুর্বল ভাবলে ডুববে ইংল্যান্ড

প্রান্তজ্যোতির শিরোনাম :

  • আজ ইংল্যান্ডের ভরসা হ্যারি কেন
  • আজ ক্রোয়েশিয়াকে আটকাতে ডিফেন্সই ভরসা রাশিয়ার

বিশ্বকাপ ফুটবলে আজ :

  • তৃতীয় কোয়াটার ফাইনাল – সুইডেন বনাম ইংল্যান্ড সন্ধ্যা ৭-৩০ মিনিট
  • চতুর্থ কোয়াটার ফাইনাল – রাশিয়া বনাম ক্রোয়েশিয়া রাত ১১-৩০ মিনিট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.