আজকের শিরোনাম : জল কমছে বরাকে, কাছারে বন্যা পরিস্থিতির উন্নতি। ইটখোলায় নদীতে তলিয়ে গেল শিশু কন্যা।। বন্যার জন্য কাছাড়ে স্কুলের পরীক্ষা স্থগিত।। মিলল ট্র্যাক সার্টিফিকেট- পাহাড়ে স্বাভাবিক রেল পরিষেবা।
সুপ্রভাত ! আজ সোমবার, ১৮ই জুন ২০১৮ খ্রিস্টাব্দ ; ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
বন্যার খবর কে লিড করে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম:
জল কমলেও দুর্ভোগ চরমে, মৃত ৯।। পূর্ত সড়ক সংস্কারের আশ্বাস দিলেন কেশব।। পরিস্থিতির খোঁজ নিলেন সম্পদ মন্ত্রী।।
দৈনিক প্রান্তজ্যোতির এই সংক্রান্ত আরো দুটি খবর :
বন্যার জন্য কাছাড়ে স্কুলের পরীক্ষা স্থগিত।
মিলল ট্র্যাক সার্টিফিকেট, পাহাড়ে স্বাভাবিক রেল পরিষেবা।।
বন্যা প্রসঙ্গে সাময়িকের খবর :
জল কমছে বরাকে, কাছাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি।। ইটখোলায় নদীতে তলিয়ে গেল শিশু কন্যা।
নীতি আয়োগের বৈঠকে সোনায়ালের বক্তব্যকে উদ্ধৃত করে যুগশঙ্খ মুখ্য শিরোনামে জানাচ্ছে:
বন্যা দুর্গত অসম কে সাহায্য করবে কেন্দ্র : সোনোয়াল ।। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বন্যা সমস্যা নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর।।
সাময়িক প্রসঙ্গ ও নীতি আয়োগের বৈঠকের খবরকে মুখ্য শিরোনাম করে জানাচ্ছে:
১৯-এ মোদির হাতিয়ার ‘নতুন ভারত,’ নীতি বৈঠকে বার্তা।। প্রধানমন্ত্রীর স্বপ্নের পথে হেঁটে চলেছে অসম : সর্বানন্দ
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
নিতি আয়োগ এর বৈঠকে বন্যা পরিস্থিতি ও ফ্ল্যাগশিপ প্রকল্প রূপায়নের দাবি সর্বানন্দের
গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ডিজিটাল ইনফরমেশন নার্ভ সেন্টার এই খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে
শিল্পপতি রতন টাটার হাত দিয়ে গুয়াহাটিতে চালু ডিআইএনসির
দৈনিক সাময়িক প্রসঙ্গ করিমগঞ্জের বিধায়কের মানবিকতার নির্দশনের এক খবর পরিবেশন করে জানাচ্ছে:
শ্মশান জলমগ্ন কাঁধে করে জাতীয় সড়কে নিয়ে দুই মৃতের শেষকৃত্য সারলেন কমলাক্ষ
সাময়িকের আরো কয়েকটি খবর :
বন বিভাগের অনিয়ম ঠেকাতে কঠোর পরিমল।। পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মচারীদের নিয়ে যৌথ অভিযান
নাগাল্যান্ডের জঙ্গি হামলা দুই সেনা শহীদ
অন্নপূর্ণা ঘাটে নদীতে ঝাঁপ যুবকের
বন্যায় মৃতদের পরিবারকে দেওয়া হবে ৪ লক্ষ করে : মন্ত্রী
কাশ্মীরের যুদ্ধ বিরতি শেষ, ফের শুরু অপারেশন অলআউট
জঙ্গিদের হাতে ‘মর্মভেদী’ ইস্পাতের বুলেট,উদ্বেগে সেনা
তিন এর পাতায় সাময়িক এর খবর :
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক – দু’মাসের মধ্যেই শুরু শিলচরে মাস্টার ড্রেনেজ এর কাজ :দিলীপ।
বিশ্বকাপ ফুটবলের খবর আজ প্রথম পাতায় উঠে এসেছে সবগুলো পত্রিকায়
দৈনিক যুগশঙ্খ বক্স করে জানাচ্ছে:
অঘটন! হেরে গেল জার্মানি।। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়ে মুগ্ধ করল মেক্সিকো
সময়িকের এ্যঙ্কর স্টোরি:
প্রথম ম্যাচেই কুপোকাত ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা’ – ‘কাউন্টার অ্যাটাকে’ বিধ্বস্ত জার্মান দেওয়াল।।
আজকের খেলা সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া ৩-৩০ মি ; বেলজিয়াম বনাম পানামা ৮-৩০ মি; তিউনিশিয়া বনাম ইংল্যান্ড ১১-৩০ মি
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.