Also read in

আজকের শিরোনাম : হাজেলার বিরুদ্ধে রাজনাথকে কংগ্রেসের নালিশ।। জনগণের মতামত ছাড়া নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নয়, অগপকে কেন্দ্র।।

সুপ্রভাত, আজ বুধবার, ১৩ই জুন, ২০১৮ খ্রিস্টাব্দ ;  ২৯শে জ‍্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ ‌।।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি।

এনআরসি নিয়ে রাজনাথের দরবারে কংগ্রেসের হাজিরা এবং রাজনাথের প্রতিক্রিয়ার খবরকে  লিড করেছে  সাময়িক প্রসঙ্গ, দৈনিক প্রান্তজ্যোতি দৈনিক নববার্তা প্রসঙ্গ

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে

এনআরসি নিয়ে হাজেলার স্পষ্টীকরণ চাইলেন রাজনাথ – পক্ষপাতিত্বের অভিযোগ খতিয়ে দেখতে আজ রাজ্যে গর্গ শৈলেশ ।। সুর নরম দিল্লির, নাগরিকত্ব বিল নিয়ে অগপকে অভয় ।।

প্রান্তজ্যোতির লিড নিউজ:

এনআরসি :পরিস্থিতি পর্যবেক্ষণে আজ রেজিস্ট্রার জেনারেল যুগ্ম স্বরাষ্ট্রসচিব রাজ্যে –  হাজেলার বিরুদ্ধে রাজনাথকে কংগ্রেসের নালিশ ।। জনগণের মতামত ছাড়া নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নয় অগপকে কেন্দ্র।।

নববার্তা প্রসঙ্গ জানাচ্ছে :

রাজনাথের সঙ্গে বৈঠকে অসমের কংগ্রেস জনপ্রতিনিধিরানাগরিক পঞ্জি :  পক্ষপাত দুষ্ট ভূমিকা হাজেলার, স্পষ্টীকরণ চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দৈনিক যুগশঙ্খ আজ লিড নিউজে এক আন্তর্জাতিক খবর পরিবেশন করে জানাচ্ছে :

যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ ট্রাম্প – কিমের।। সেন্তোসা দ্বীপে ঐতিহাসিক বৈঠক সহমত পরমাণু নিরস্ত্রীকরণে।।

নাগরিক পঞ্জি নিয়ে অন্য এক খবরে যুগশঙ্খ জানাচ্ছে :

হঠাৎ সীমান্তে সক্রিয় পুলিশ: শত শত মামলা ট্রাইব্যুনালে।। থানায় ডেকে হাতের ছাপ সংগ্রহ, আতঙ্ক সংখ্যালঘু এলাকায়

গত দুদিনের প্রবল বৃষ্টিতে বিভিন্নস্থানে বন্যার খবর প্রায় সবগুলো কাগজেই পরিবেশিত হয়েছে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

প্রবল জলস্ফীতিতে লঙ্গাই বাঁধ ভেঙে প্লাবিত বহুগ্রাম।। সড়ক জলমগ্ন : শিলচর-হাফলং যান চলাচল বিঘ্ন

প্রান্ত জ্যোতির খবর:

একদিনের বৃষ্টিতে জলের তলায় শহর, বরাক জুড়ে বন্যার পদধ্বনি।। বিপদসীমার ওপর লঙ্গাই, বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রান্তজ্যোতি বক্স করে এক হৃদয়বিদারক খবরে জানাচ্ছে:

ডি’ ভোটার : সর্বস্ব খুইয়ে আত্মঘাতী উদালগুড়ির গোপাল দাস

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজের রহস্যমৃত্যু, ধন্দে পুলিশ

গুয়াহাটি রেল স্টেশন থেকে ১৪৭ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত

রাজ্যজুড়ে অন্ধবিশ্বাস বিরোধী অভিযান : ডকমকাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতারের সংখ্যা ২৫

২২জুন থেকে অম্বুবাচী, কামাখ্যায় প্রস্তুতি তুঙ্গে

সাময়িক প্রসঙ্গের অ্যাংকর প্রতিবেদন:

চূড়ান্ত খসড়ার মুখে দেদার বিদেশী নোটিশে আতঙ্ক

কাছাড় কলেজের  গণিত বিভাগের প্রধান শ্রী সজলেন্দু দাস লস্করের আসাম পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে শপথ নেওয়ার খবরে সাময়িক ছবিসহ জানাচ্ছে:

সজলেন্দু সহ এপিএসসি সদস্যদের শপথ

গতকাল কোচবিহারে বিসিসিআইয়ের বর্ষসেরা অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে একই মঞ্চে পুরস্কৃত হন শিলচরের রাহুল সিং – এই খবরকে প্রায় সবগুলো পত্রিকাই খেলার পাতায় গুরুত্বসহকারে প্রকাশ করেছে। যুগশঙ্খের শিরোনাম :

বোর্ডের ট্রফি দেড় লক্ষ টাকা পুরস্কার নিয়ে আজ শিলচরে ফিরছেন রাহুল ।। বিমানবন্দরে অভ্যর্থনা, বিকেলে সংবর্ধনা ইটখোলা এসিতে

সাময়িকের শিরোনাম:

বিরাটের সঙ্গে একই মঞ্চে  শিলচরের রাহুল

আসন্ন বিশ্বকাপের পর্যালোচনায় প্রান্তজ্যোতির প্রতিবেদন

অনেক হিসেব ওলট পালট করতে পারে বেলজিয়াম

মোটামুটি এই ছিল যে আজকের স্থানীয় খবরের কাগজগুলোর শিরোনাম।  দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।‌।

Comments are closed.