Also read in

আজকের শিরোনাম: রিডাকশনের ভিড়কে প্রিয়াঙ্কা গান্ধীর সমর্থক বলে চালাচ্ছে কংগ্রেস: রাম মাধব

সুপ্রভাত, আজ বুধবার, ৩রা বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ ; ১৭ই এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার শেষ হলো গতকাল বিকেল পাঁচটায়– ভোট আগামীকাল, এই খবরকেই স্থানীয় সবগুলো পত্রিকা লিড করেছে।

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

শেষ বেলায় প্রচারের শক্তি প্রদর্শনে বিজেপি-কংগ্রেস ।। থামল মাইক, শুরু অঙ্কের হিসাব, কাল ৫ আসনে ভোট

যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

  • দ্বিতীয় পর্বের ভোটযুদ্ধ কাল- ৫০ প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন ৬৯,১০,৫৯২ ভোটার
  • ভোটের জন্য প্রস্তুত কাছাড়, গন্তব্যে ভোট কর্মীরা

প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

প্রচার শেষ, লড়াইর ক্ষেত্র তৈরি।। হাইলাকান্দির দুর্গম কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা ভোট কর্মীরা

দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি লিখেছে,

রাষ্ট্রপতির ঐতিহাসিক পদক্ষেপ ভেলোরে ভোট বাতিল

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • কংগ্রেস ক্ষমতায় এলে অসমকে ফের বিশেষ মর্যাদা: হরিশ
  • রিডাকশনের ভিড়কে প্রিয়াঙ্কা গান্ধীর সমর্থক বলে চালাচ্ছে কংগ্রেস: রাম মাধব
  • গোটা বিশ্ব মোদিকে প্রধানমন্ত্রী চাইছে, কৃপাকে জয়ী করুন: সর্বা

দৈনিক যুগশঙ্খের অন্য একটি খবর,

এনআরসি -ছুটের ভোট কেড়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: সর্বানন্দ

সর্বানন্দের সফর নিয়েই সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

মোদি মুসলিমবিদ্বেষী নন, কাটিগড়ায় সর্বা।। বরাকের উন্নয়নের স্বার্থে রাজদীপের পক্ষে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী

অন্য দুটি খবর,

  • শিলচর-করিমগঞ্জে হিন্দু বাঙালি ভোট কতটা এককাট্টা, অঙ্ক মেলাচ্ছে বিজেপি ।।দলের ভরসা নাগরিকত্ব বিল, অসমিয়া সুরক্ষার প্রশ্নে কাটাও
  • অ-বিজেপি প্রার্থীকে ভোট দিন, আহ্বান আর্শাদ মদনীর

ভেতরের পাতায় সাময়িকের খবর,

  • প্রচারের শেষ বেলায় আলগাপুরে আজমল ঝড়
  • ভোটের সময় পাহাড়ে বনধের ডাক ডিমাসা আর্মির
  • এনআরসি ছুটদের কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রক দিশা দেখাবে, সুস্মিতাকে রিপোর্ট কার্ড দেখানোর চ্যালেঞ্জ রাম মাধবের
  • নিয়াইরগ্রামে বিজেপির সভায় যুবককে মারধর, পাল্টা হামলা। আমেরিকা-মধ্যপ্রাচ্য থেকে হত্যার হুমকি বিধায়ক আমিনুল হককে

৩ এর পাতায় প্রান্তজ্যোতি লিখেছে,

  • সোনাইর উন্নয়নে গতি এনেছে বিজেপি সরকার: মুখ্যমন্ত্রী সর্বানন্দ
  • করিমগঞ্জের অশান্তির মূল রাধেশ্যামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন কৃষ্ণেন্দু

রয়েছে একটি বিশেষ প্রতিবেদন

মোদির পর প্রিয়ঙ্কা, শিলচরের রাজনীতি সরগরম

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

ভোট প্রচারে বিদ্বেষপূর্ণ মন্তব্য বাঞ্ছনীয় নয়

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

ধর্ম -জাতিকে হাতিয়ার করে কেন ভোট হবে?

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

অশালীন মন্তব্য

এবং

বাদামি মেঘের ভীতি

গতকালের আইপিএল ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব রাজস্থান রয়েলসকে ১২ রানে হারিয়ে দেয়, এই খবরে যুগশঙ্খ লিখেছে,

জয়ে ফিরল কিংস ইলেভেন- অলরাউন্ড অশ্বিনের কাছে হারল রাজস্থান

আজকের ম্যাচ নিয়ে সাময়িকের শিরোনাম,

চেন্নাইয়ের জয়যাত্রা রুখতে মরিয়া সানরাইজার্স

প্রান্তজ্যোতির প্রতিবেদন,

অধিনায়ক হিসেবে ধোনির চেয়ে সৌরভকে এগিয়ে রাখলেন সেওয়াগ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.