সুপ্রভাত, আজ রবিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ১৬ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
পঞ্চায়েত নির্বাচন উত্তর বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকাগুলো গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
সাময়িক প্রসঙ্গ আজ মুখ্য শিরোনামে জানাচ্ছে,
- এবার শিলচর লোকসভায় জয়ের আশা কবীন্দ্রবাবুদের -কাছাড়ে কংগ্রেস জমানার দুর্নীতির ফাইল খুলবে বিজেপি, তদন্ত বহ্নিশিখা কাণ্ডেও
- চেয়ারম্যান পদে পাল্লা ভারী পরিমল অনুগামী শশাঙ্কের
সাথে আছে,
- ঘাড়মুরা- জামিরায় জয়ী সালে আহমদ, হাইলাকান্দি জেলা পরিষদ ইউডিএফ-এরই
- জেলা পরিষদ: কাছাড়ে শেষ আসন গেল কংগ্রেসের দখলে
- ধলাইয়ে মন্ত্রী পরিমলের দুর্গ অক্ষুন্ন, তিন জেলা পরিষদ, ১৯ জিপি, ১৮ এপি পদে জয়ী বিজেপি
- প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে উদ্ধৃত করে আছে,
- পঞ্চায়েতে শেষ হয়েছে ইউডিএফ, এবার বিজেপির পালা : গগৈ ।। প্রচারে আজমলের কপ্টারের খরচ যুগিয়েছে গেরুয়া দল
প্রান্তজ্যোতির লিড নিউজ,
- পঞ্চায়েতে বিজেপি-অগপ ভোট বিভাজনে লাভবান কংগ্রেস
- বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থকে উদ্ধৃত করে আছে,
- বিজেপি শুধু শহরের নয়, গ্রামেরও , প্রমাণ হয়েছে এবার : কবীন্দ্র ।। পরিষদ গঠনের পর কংগ্রেস আমলের দুর্নীতির তদন্ত হবে : বিজেপি
তবে যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
- রাফাল : ত্রুটি শুধরে নিন, সুপ্রিমকোর্টকে আর্জি কেন্দ্রের
- প্রতিরক্ষা ক্ষেত্র কংগ্রেসের কাছে টাকার উৎস :মোদি
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,
ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী: চার দাবিদারের সঙ্গে বৈঠক রাহুলের, সিদ্ধান্ত আজ
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার শপথ
- ভারতীয় পরিচয় পত্র নিয়ে অসমে বসবাস করছে রোহিঙ্গারা: রিজিজু
- অসমের জমি দখলের চেষ্টা মেঘালয়ের
সাময়িক প্রসঙ্গ অন্য একটি খবরে জানাচ্ছে,
জঙ্গি অভিযানে রক্তাক্ত কাশ্মীর, সেনার গুলিতে ৭ স্থানীয়ের মৃত্যুতে উত্তাল উপত্যকা।। রক্তগঙ্গা বন্ধ হোক: মুফতি ।। কেন্দ্রকে দুষছেন ওমর আব্দুল্লা
সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,
এনআরসি : ভুল শুধরাতে অনলাইন সুবিধা অনিশ্চিত
প্রথম পাতায় সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি খবর,
- ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা
- ব্যর্থতার দায়, চেয়ারম্যান পদও ছাড়লেন গৌতম রায়
- প্রধানমন্ত্রীকে খুনের ছক, মহারাষ্ট্রের লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা
তিনের পাতায় সাময়িক প্রসঙ্গের কয়েকটি খবর,
- ৮৮তম জন্মদিবসে কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ: ভারতীয় জনতা পার্টি আমার জীবনের দিক দর্শক
- ফের স্টেট ব্যাঙ্কে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, সোনাইয়ে মামলা
- বিষাক্ত তরল ছিটিয়ে লালার রাজপথে টাকার ব্যাগ ছিনতাই
- ফের বাড়লো পেট্রোলের দর, নিম্নমুখী ডিজেল
- বিজয় দিবসে ভারতীয় সেনাদের সম্মানিত করবে বাংলাদেশ
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,
শেষ রক্ষার দায় সেই বিজেপির কাঁধেই
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় ,
পাঁচগ্রামে সিবিআই তদন্ত ও কাগজ কলের খলনায়করা
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
রাফাল নিয়ে শাসক-বিরোধী চাপানউতর
এবং
আজকের গৌরব
খেলার পাতায় যুগশঙ্খ প্রথম ডিভিশন ক্রিকেট লিগের খবরে জানাচ্ছে,
এ ডিভিশনে বড় ব্যবধানে জিতল ইটখলা-লীগে আম্পায়ার শাখার উদাসীনতা চরমে
প্রান্তজ্যোতি লিখেছে,
তারাপুরের বিরুদ্ধে ইটখলা এসির ১০০ রানের বিশাল জয়
ভারত অস্ট্রেলিয়া টেস্টের খবরে প্রান্তজ্যোতির শিরোনাম,
কোহলি- রাহানের ব্যাটে ভর করে পার্থে লড়াইয়ে ফিরছে ভারত
সাময়িকের খবর,
হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়াম
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.