Also read in

আজকের শিরোনাম : বিপদসীমার উপরে বরাক, লঙ্গাই কুশিয়ারা, জল ঢুকে পড়লো করিমগঞ্জ শহরে ।পাহাড় লাইনে সাতটি স্থানে ধস।

সুপ্রভাত ! আজ শুক্রবার ১৫ই জুন ২০১৮ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

সমগ্র আসাম জুড়ে বন্যার খবর কে লিড করেছে প্রায় সবগুলো পত্রিকা।

দৈনিক যুগশঙ্খের মূখ্য শিরোনাম

প্লাবিত ৭ জেলা, রুদ্ররূপ বন্যার!  ধস পাহাড় লাইনে।

ফুঁসছে বরাক, লঙ্গাই, কুশিয়ারা – বানভাসি শতাধিক গ্রাম।

সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে

সব নদী ফুঁসছে, বন্যার কবলে উপত্যকা । ভয়ঙ্কর হয়ে উঠেছে বরাক। *মাহুরে পাঁচটি ডাম্পার সহ ভেসে গেলেন  ৮ জন ব্যক্তি । ধসের নিচে মহিলা ও শিশু। বন্ধ শিলচর – লামডিং সড়ক ও।

বিপদসীমার ওপরে কুশিয়ারা – জল ঢুকে পড়লো করিমগঞ্জ শহরে

গতির মুখ্য শিরোনাম :

পাহাড় লাইনে সাতটি স্থানে ধস, রেলপথে বিচ্ছিন্ন বরাক। ৯ ও ১০ নম্বর টানেল ক্ষতিগ্রস্ত।  বাতিল সব ট্রেনআটকে পড়া যাত্রীদের বিক্ষোভ।

হাইলাকান্দিতে একান্নটি ত্রাণশিবির, গৃহবন্দি লক্ষাধিক পরিবার। বন্যার্তদের খোঁজ নিলেন মন্ত্রী পরিমল।

এদিকে দৈনিক প্রান্তজ্যোতি বিশ্বকাপ ফুটবলের খবর কে লিড করে জানাচ্ছে

ব‍্যালের দেশে অপেরা আর পপের সুরে বিশ্ব ফুটবলের আসর শুরু

বিশ্বকাপ ফুটবলের খবরে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম

বিশ্বকাপ উন্মাদনার কিক -অফ : উত্তাপ ছড়ালেও জমলো না উদ্বোধন

প্রান্তজ্যোতির এ‍্যাঙ্কর শিরোনাম:

সোশ্যাল মিডিয়া নিয়ে সন্তানকে সতর্ক করুন : মায়েদের আহ্বান সর্বার

গতির এ‍্যাঙ্কর স্টোরি :

এনআরসি তে নাম না থাকলেও ভয়ের কারণ নেই :  লক্ষ্মনন।

প্রান্তজ্যোতির সংবাদ :

পুলিশ- কোর্টের গাইডলাইনে এনআরসির  উন্নতিকরন ঠিকমতোই চলছে: শৈলেশ

সাময়িকের খবর:

দেদার নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে ! হাজেলা বলছেন সব কুছ ঠিক হ‍্যায়

যুগশঙ্খের অন্য এক  খবর:

কাশ্মীরে মানবাধিকার লংঘন ! তদন্ত দাবি করল রাষ্ট্রসংঘ।  উদ্দেশ্যপ্রণোদিত বলল ভারত।

যুগশঙ্খের আরো কয়েকটি খবর:

সোশ্যাল মিডিয়া: সন্তানকে সচেতন করুন, মায়েদের আহ্বান সর্বার

পুলিশ কমিশনারের নামে ভুয়া ফেসবুক:  গ্রেফতার রহার লক্ষ্য ।

রিপোর্ট অ‍্যাওয়েটেড ! খসড়ায়  বাদ পড়ছেন আরো কয়েক লক্ষ।

খেলার পাতায় ভারত-আফগানিস্তান প্রথম টেস্টের খবরে যুগশঙ্খ জানাচ্ছে

ঐতিহাসিক টেস্টে ইতিহাসের শিখর সেঞ্চুরি বিজয়েরওশেষ বেলায় ঘুরে দাঁড়ালো আফগান বোলাররা ।

স্থানীয় এ- ডিভিশন প্লে-অফের খবরে যুগশঙ্খ জানাচ্ছে

বড় জয় নিয়ে অবনমন বাঁচালো কল্লোল সংঘ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.