সুপ্রভাত, আজ শুক্রবার, ১৭ই আগস্ট, ২০১৮ খ্রিস্টাব্দ।। ৩১শে শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর আজ সবগুলো পত্রিকা লিড করেছে ।।
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম :
অটল নিদ্রায় বাজপেয়ী – আজ অন্তোষ্টি, ৭ দিনের রাষ্ট্রীয় শোক, শুক্রবার ছুটি রাজ্যে
দৈনিক প্রান্তজ্যোতি বড় বড় হরফে ছবিসহ লিখেছে,
মহামানবের মহাপ্রস্থান -অমৃতলোকে অটল
সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম :
রত্নহীন ভারত, নেই বাজপেয়ি
নববার্তা প্রসঙ্গের শিরোনামঃ
আলবিদা অটল, আজ শেষকৃত্য
সাথে আছে বর্তমান প্রধান মন্ত্রীর প্রতিক্রিয়া,
- যুগের অবসান, বললেন মোদি
- শোক প্রকাশ আমেরিকা পাকিস্তান বাংলাদেশ ও
- রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাপা পড়ে নি কবি প্রতিভা
বাজপেয়ির প্রয়াণে বিভিন্ন প্রতিক্রিয়ায় প্রান্তজ্যোতি জানাচ্ছে :
- ‘মহান সন্তানকে হারালো দেশ’ : প্রণব
- শোক রাজনাথ, রাহুল, মনমোহন, অমিত, মমতার
- মর্মাহত রাজ্যপাল মুখি
- খোলা অন্তরের মানুষ ছিলেন: গগৈ
মুখ্যমন্ত্রী সর্বানন্দের প্রতিক্রিয়ায় প্রথম পাতায় ছবি সহ প্রান্তজ্যোতি জানাচ্ছে :
বিদেশী বিতাড়নে অসম আন্দোলনের অদৃশ্য পৃষ্ঠপোষক ছিলেন অটল : সর্বানন্দ
সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের খবরে যুগশঙ্খ জানাচ্ছে :
- এসওপি নিয়ে মত দেবে আট সংগঠন, রাজনৈতিক দলে আপত্তি আদালতের
- মুখ বন্ধ খামে খসড়া-ছুটদের জেলা ওয়ারী তথ্য দাখিলের নির্দেশ হাজেলাকে
- ২০ আগস্ট থেকে দাবি আপত্তির আবেদন বিলি,৩০ আগস্ট থেকে গ্রহণে অনুমতি
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে নববার্তা প্রসঙ্গ জানাচ্ছে,
২০২২ সালের মধ্যেই মহাকাশে মানুষ পাঠাবে ভারত, লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর
যুগশঙ্খ অন্য একটি খবরে জানাচ্ছে,
মুক্তিযুদ্ধে সেনা পদক জয়ী রামকৃষ্ণনগরের বীরেন্দ্র কুমার দাস সন্দেহভাজন বিদেশি! ড্যামেজ কন্ট্রোলে নামলেন জেলাশাসক- বিধায়ক
একই পাতায় আরেকটি খবর:
মুসলিম ব্যক্তির এআরএনে নথিভুক্ত হিন্দু পরিবার, চূড়ান্ত খসড়া তালিকা কোথায় প্রশ্ন কৃষক মুক্তির
৯ এর পাতায় প্রান্তজ্যোতির কয়েকটি খবর:
- অপহৃত অটো চালকের পচা-গলা লাশ উদ্ধার, দিনভর পানিভরায় সড়ক অবরোধ।। সাসপেন্ড ধলাই থানার ওসি, গ্রেফতার সাত
- রাজনের কুশপুতুল পোড়ালো কংগ্রেস ।। কাছাড়ের ডিসি,এসপি বিজেপির হয়ে কাজ করছেন : সুস্মিতা
- কালো হীরে : ধরা পড়লো ৩ কয়লা বোঝাই লরি
- করিমগঞ্জে পুরাতন স্টেশন রোডে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব এলাকার ব্যবসায়ীরা
খেলার পাতায় যুগশঙ্খের খবর :
- কলেজ ফুটবলের ফাইনাল হবে, জানালেন উপাচার্য
- ওয়াদেকারের মৃত্যুতে এক যুগের অবসান – প্রথম ওয়ানডে অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ টিম ইন্ডিয়া
- জাকার্তা এশিয়াডে ইঞ্চিয়নকে ছাপিয়ে যাওয়ার প্রত্যাশায় ভারত : রবিবার শুরু হচ্ছে এশিয়ান গেমস – নাম তুলে নিলেন পেজ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম ।।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।
Comments are closed.