আজকের শিরোনাম : হাজেলার নতুন নির্দেশে লক্ষ লক্ষ মানুষ অনিশ্চয়তায়। যোগময় শিলচর নেতা মন্ত্রীদের পাশাপাশি শামিল কারাবন্দিরা ও
সুপ্রভাত ! আজ শুক্রবার, ২২শে জুন ২০১৮ খ্রিস্টাব্দ ; ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
গতকাল সমগ্র বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস, এই খবরকে মুখ্য শিরোনাম করেছে প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ।
প্রান্তজ্যোতির লিড নিউজ:
যোগেও ‘১৯শেই চোখ – গোটা দেশ বাঁধা পড়ল যোগসূত্রে : মোদি
সাময়িকের মুখ্য শিরোনাম:
বিশ্ববাসীর মধ্যে যোগসূত্র গড়তে পারে যোগই : মোদি
সাথে আছে :
- যোগ দিবসের অনুষ্ঠান এড়িয়ে গেলেন নীতিশ, জল্পনা তুঙ্গে
- যোগময় শিলচর, নেতা-মন্ত্রীদের পাশাপাশি শামিল কারাবন্দিরাও
- যোগ দিবসের অনুষ্ঠান, রাজস্থানে এবারও বিশ্ব রেকর্ড
জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে খবর কে লিড করেছে যুগশঙ্খ এবং নববার্তা প্রসঙ্গ।
যুগশঙ্খের মুখ্য শিরোনাম:
ট্রাইব্যুনালের বিচারে ১৫ হাজার ‘বিদেশি’ই টার্গেট, সংকটে দেড় লক্ষ
নববার্তার লিড নিউজ :
হাজেলার নতুন নির্দেশে লক্ষ লক্ষ মানুষ অনিশ্চয়তায়
জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সাময়িকের দ্বিতীয় শিরোনাম:
৬৬-৭১ পর্বে নতুন মাত্রায় সঙ্কট – আইনি প্যাঁচ, গভীর উৎকণ্ঠায় বাঙালি হিন্দু উদ্বাস্তুরা।
অ্যাঙ্কর নিউজে যুগশঙ্খ জানাচ্ছে :
অমরনাথের নিরাপত্তায় নামছে এনএসজি কমান্ডো- কাশ্মীর বিধানসভা বাতিলের দাবি ওমরের।
ভূস্বর্গ নিয়ে যুগশঙ্খের আরেকটি খবর :
কাশ্মীর : রাষ্ট্রসঙ্ঘে ভারতের পাশে বিশ্ব, একঘরে পাকিস্তান
বন্যা পরবর্তী বিভিন্ন খবর আজ সবগুলো পত্রিকায় পরিবেশিত হয়েছে। দৈনিক প্রান্তজ্যোতি জানাচ্ছে :
বন্যা : উপেক্ষিত কাটিগড়ার দুটি গ্রাম, জলে তলিয়ে গেল কিশোর । বন্যা কেড়ে নিল শিশুর প্রাণ
সাময়িক জানাচ্ছে :
কাটলিছড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণ মেডিক্যাল টিমের, তদন্তের নির্দেশ ডিসির
সাময়িক প্রসঙ্গের আরো কয়েকটি খবর:
- কাশ্মীরে বনধ পালিত, মালিক গ্রেফতার, গিলানি-ওমর গৃহবন্দি
- মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
- তোলা না দেওয়ায় রামকৃষ্ণ নগর হাসপাতালে চিকিৎসকের ওপর প্রাণঘাতী হামলায় চাঞ্চল্য
- শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস সহ বাতিল বহু ট্রেন,বিপাকে যাত্রীরা
প্রান্তজ্যোতি সুপার এ্যাঙ্করে জানাচ্ছে :
অম্বুবাচী মহাযুগ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।। বিভিন্ন মুদ্রায় যোগ প্রদর্শনে নাগা সন্ন্যাসীরা
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:
- এবিপি নিউজ-এর বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা হিমন্তের
- ট্রেন সময়ে চালাতে কড়া নির্দেশ রেলমন্ত্রীর
- কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে গড়িমসি অসমে, চটে লাল মন্ত্রী গোয়েল
বিশ্বকাপ ফুটবল নিয়ে যুগশঙ্খের প্রথম পাতায় দুটি খবর:
- এই ফ্রান্স বিশ্বকাপের অন্যতম ফেভারিট
- কোস্টারিকার বিরুদ্ধে আজ চাপে ব্রাজিল
প্রথম পাতায় বক্স করে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
নেইমার একেবারেই স্বার্থপর নন, সাফ জানালেন তিতে
সাময়িক এ্যাঙ্করে লিখেছে:
নেইমারকে ছাড়াই ভাবতে হবে ব্রাজিলকে
বিশ্বকাপ ফুটবলে আজ :
- ব্রাজিল বনাম কোস্টারিকা বিকেল ৫ টা ৩০ মিনিটে
- নাইজেরিয়া বনাম আইসল্যান্ড রাত ৮-৩০ মিনিটে
- সার্বিয়া বনাম সুইজারল্যান্ড রাত ১১-৩০ মিনিটে
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.