Also read in

আজকের শিরোনাম: বিজেপিকে রুখতে শিলচরে মুসলিমরা বিবেক ভোট দিন, আহ্বান আজমলের

সুপ্রভাত, আজ বুধবার, ১২ই চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৭শে মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর আজও স্থানীয় পত্রিকা গুলোর প্রথম পাতা জুড়ে রয়েছে। সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে,

বিজেপিকে রুখতে শিলচরে মুসলিমরা বিবেক ভোট দিন, আহ্বান আজমলের

সাথে আছে,

আজমলের হাত ধরে কংগ্রেস প্রমাণ করলো তারা বাংলাদেশির রক্ষক: হিমন্ত

এই প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

বিজেপিকে ভোট নয়, বিবেক ভোট কংগ্রেসের পক্ষে, স্পষ্ট করলো ইউডিএফ ।। আজমলের কংগ্রেস- প্রীতিতে উজানে সুবিধায় বিজেপি, বাকি কেন্দ্রে চিন্তা জোটের

প্রান্তজ্যোতির লিড নিউজ,

নগাঁওর প্রার্থীর মনোনয়নে হাজির সর্বানন্দ, হিমন্ত, পীযূষ – দ্বিতীয় দফা ভোটে ৬০টি মনোনয়ন পেশ

দৈনিক যুগশঙ্খ আইএএনএস-সি ভোটার সমীক্ষার খবরকে লিড করে আট কলাম জোড়া শিরোনামে লিখেছে,

শরিকের হাত ধরে ৩০০ ডিঙ্গোবে মোদি ব্রিগেড

যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,

বিজেপি-ঝোঁক! কংগ্রেসের তারকা তালিকায় ব্রাত্য গৌতম

প্রথম পাতায় যুগশঙ্খের অন্য একটি খবর,

২০ মে’র আগেই মাধ্যমিকের ফল, ঘোষণা মধ্যরাতে

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

  • বিজেপিকে হারাতে প্রার্থী দেয়নি ইউডিএফ, জবাব দেবেন ভোটাররা: কবীন্দ্র
  • এলাকা উন্নয়নের অর্থই খরচ করার মুরোদ নেই সুস্মিতার, কটাক্ষ মহেন্দ্রর

দুটো টুকরো খবর,

  • ৩ এপ্রিল শিলচরে রাহুল গান্ধী
  • ত্রিপুরায় ৬ই ভোট প্রচারে মোদি, আসছেন অমিত শাহও

শিলচর সংসদীয় কেন্দ্রের মনোনয়ন নিয়ে প্রান্তজ্যোতির খবর,

  • আমিই বিকল্প প্রার্থী, বিশ্বাস রাখুন: নাজিয়া।। মুজাম্মিল, মিসবাহুলকে নিয়ে মনোনয়ন এনপিপি প্রার্থীর
  • শিলচরে মনোনয়ন পেশ মোট ১৪ জনের, প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদী

করিমগঞ্জ কেন্দ্রে মনোনয়ন পেশ নিয়ে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • দলীয় তারকাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কৃপানাথ
  • করিমগঞ্জে মোট ১৯ জন মনোনয়ন দিলেন

অন্য খবর,

৯০ কোটি ভোটারের জন্য ৩৩ লক্ষ টাকার কালির অর্ডার দিল কমিশন

প্রথম পাতায় প্রান্তজ্যোতির অন্য দুটি খবর,

  • অরুণাচলকে ভারতের অংশ দেখানোয় ৩০ হাজার মানচিত্র ছিড়ল চীন
  • জমিয়তের এনআরসি সংক্রান্ত মামলায় শুনানি ২৮ মার্চ

ভেতরের পাতায় যুগশঙ্খের কয়েকটি খবর,

একই সময়ে দুই কলেজে চাকরি ছিল কাছাড়ের ডিইইও’র, এপিএসসি নিয়ে ফের নালিশ

নতুন বাজার থেকে স্কুল ছাত্রী অপহরণ!

  • জেট সমস্যার সমাধান খুঁজে জরুরি বৈঠক – এসবিআই’র কাছে বকেয়া বেতন চাইলেন পাইলটরা
  • বরাকে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শাখা চায় ছাত্র সংস্থা এসআইওআই

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

দেশপ্রেমের সংজ্ঞা সন্ধানে বেঙ্কাইয়াজি

আজকের প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

এবারের নির্বাচন সব দলের কাছেই অগ্নিপরীক্ষা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়

সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ

এবং

আন্নার লোকপাল স্বপ্ন সার্থক

খেলার পাতায় আইপিএলের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

নাগাড়ে দ্বিতীয় জয় চেন্নাইয়ের

আজকের ম্যাচ নিয়ে সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

‘ম্যানকাড’ বিতর্কের মধ্যে আজ নাইটদের সামনে অশ্বিনরা

ডিএসএ আয়োজিত বি ডিভিশন ক্রিকেটের খবর,

বি ডিভিশন ক্রিকেটে জয়ী বিবিসি, উত্তরপাড়া

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

পুলওয়ামার শহীদ পরিবারকে ২৫ লক্ষ অশ্বিনদের

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.