সুপ্রভাত, আজ বুধবার, ২৬শে জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ১০ই আষাঢ় ,১৪২৬ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আজ প্রকাশিত হচ্ছে এনআরসির অতিরিক্ত তালিকা, এই নিয়ে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
- আতঙ্কের আবহে আজ বেরুচ্ছে ছাঁটাই তালিকা ::এনআরসি-র নয়া ব্রাত্য তালিকায় কতজন? রাজ্যজুড়ে জল্পনা
- সারাদেশে এনআরসি? নীরব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
একই প্রসঙ্গে যুগশঙ্খের সুপার অ্যাঙ্কর নিউজ,
আশঙ্কার আবহে আজ অতিরিক্ত খসড়া ছুটের তালিকা-সকাল ১০টা থেকে সেবাকেন্দ্রের সঙ্গে অনলাইনেও দেখার সুযোগ:: ২৮ জুনের মধ্যে ঘরে ঘরে যাবে নোটিশ
তবে, লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রধান মন্ত্রীর ধন্যবাদ সূচক বক্তব্য উদ্ধৃত করে যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
আপনারা এখন জনবিচ্ছিন্ন, বিরোধীদের তোপ মোদির
একই খবরে প্রান্তজ্যোতির লিড নিউজ,
দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল জরুরি অবস্থায়: মোদি
কাগজ কল নিয়ে প্রান্তজ্যোতির সুপার অ্যাঙ্কর প্রতিবেদন,
রাজ্যসভায় অ্যাপেলেট ট্রাইব্যুনালের নির্দেশ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর :: কাগজ কল বন্ধ হচ্ছে: রাজ্যসভায় রহস্যজনক অবস্থান কেন্দ্রীয় সরকারের
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,
লালায় ১০ কোটির হীরা উদ্ধার, গ্রেফতার দুই মহিলা
ঐতিহ্যবাহী কাছাড় কলেজের কে কে সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টারে কেলেঙ্কারির বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানালেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, এই প্রসঙ্গে যুগশঙ্খ জানাচ্ছে,
কাছাড় কলেজের কে কে সন্দিকৈ স্টাডি সেন্টারে কোটি টাকার দুর্নীতি: সর্বানন্দকে নালিশ বিধায়কের
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- ত্রিশ মাসের হাউস রেন্টের বকেয়া পেলেন সরকারি কর্মীরা
- মন্ত্রী হচ্ছেন রঞ্জিত! নতুন সভাপতির খোঁজ প্রদেশ বিজেপিতে
- শীঘ্রই তিনশর বেশি কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগ: শিক্ষা মন্ত্রী
- লোকসভায় প্রথম ভাষণ শিলচরের সংসদের: ক্যাবের পাশাপাশি খিলঞ্জীয়ার সুরক্ষা কবচও চাইলেন রাজদীপ
শিলচর শহরের ট্রাফিক সমস্যা নিয়ে আছে প্রান্তজ্যোতির বিশেষ প্রতিবেদন,
যানজটের নাভিশ্বাস শিলচরবাসীর, নির্বিকার প্রশাসন
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- উজান অসমের মুখ্যমন্ত্রীর মদতেই কয়লা সিন্ডিকেট চলছে: প্রদ্যুৎ
- বাজেট : কর ছাড়ের উর্ধ্বসীমা না বাড়ার সম্ভাবনা
- শাহের বদলে বিল পেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
- গুজরাটে রাজ্যসভার ভোট নিয়ে কংগ্রেসের দাবি খারিজ সুপ্রিম কোর্টে
সাময়িক ছবিসহ অন্য খবরে জানাচ্ছে,
আজ খুলছে কামাখ্যার দরজা, দীর্ঘ লাইন ভক্তদের- জেড নিরাপত্তার পঞ্চানন গিরির আশীর্বাদ নিলেন হিমন্তও
ভেতরের পাতায় সাময়িক জানাচ্ছে,
- রোজ কান্দির আন্দোলনের পেছনে ভয়ঙ্কর ষড়যন্ত্র, সরব ব্যবসায়ীরা
- শিলচর গুয়াহাটি রাত্রিকালীন ট্রেন বাড়ানোর সুপারিশ পিএসির
- দক্ষিণ করিমগঞ্জ: ম্যালেরিয়ায় মৃত্যু তিন যুবকের, খোঁজ নিতে প্রতিনিধিদল
- গৌতম রায়কে সাসপেন্ডের জেরে কংগ্রেস ছেড়ে রিপুন বরার পদত্যাগ দাবি করলেন হিফজুর
যুগশঙ্খ জানাচ্ছে,
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মহিলার সঙ্গে রেল পুলিশের দুর্ব্যবহার: লাভ হল না রেলমন্ত্রীকে ট্যুইট করেও, অভিযোগ নিলোনা রেল পুলিশ
দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,
অসমে বিদেশি বাছাইয়ের উদ্দেশ্যটা মানবিক হোক
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
ডাইনি আর বিদেশি সমার্থক এই রাজ্যে
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
অন্ধ্রে বিজেপির সম্ভাবনা বাড়বে?
এবং
দিশাহীন কংগ্রেস
বিশ্বকাপ ক্রিকেটে গতকাল অস্ট্রেলিয়ার ২৮৫ রানের জবাবে ইংল্যান্ড ২২১ রান করে সকলে আউট হয়ে ম্যাচ হেরে যায়, এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
আবার হারল ইংল্যান্ড, সবার আগে সেমিতে অস্ট্রেলিয়া
আজকের খেলা নিয়ে যুগশঙ্খ লিখেছে,
বিশ্বকাপে আজ কার্যত নকআউট ম্যাচ পাকিস্তানের- নিউজিল্যান্ডকে হারাতেই হবে সরফরাজদের
কোপা আমেরিকার খবরে সাময়িক লিখেছে,
চিলিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.