সুপ্রভাত আজ রবিবার ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ ।। ৭ই অক্টোবর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।
শিলচরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তথা নরসিং স্কুলের প্রাক্তন অধ্যক্ষ নিজের বাড়িতেই এটেনডেন্টের হাতে খুন হলেন, এই খবরকে সবগুলো স্থানীয় পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,
খুন সমরেন্দ্র ভট্টাচার্য শোকস্তব্ধ – শিলচর, ধৃত সঞ্জয় জেলে, শ্রদ্ধা নানা মহলের ।। মুখাগ্নি করলেন স্ত্রী শিবানী দেবীই
তবে যুগশঙ্খ এবং প্রান্তজ্যোতি পাঁচ রাজ্যে বিধানসভাভোট ঘোষণার খবর কে লিড করেছে ।
যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
পাঁচ রাজ্যের ভোট নির্ঘন্ট ঘোষণা, ভোটের ঢাকে কাঠি! দীপাবলীর পরই উনিশের সেমিফাইনাল
প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম:
পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা কমিশনের, গণনা একসঙ্গে ১১ ডিসেম্বর ।। মিজোরামে পাল্লা ভারী কংগ্রেসের
দৈনিক যুগশঙ্খ আট কলাম জোড়া সুপার অ্যাঙ্করে জানাচ্ছে,
খোঁজ শুরু জমির! শিলচর, তেজপুরেও এবার স্থায়ী ডিটেনশন ক্যাম্প- মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে পুরুষ -মহিলা- শিশুদের আলাদা ব্যবস্থা
সাময়িক প্রসঙ্গ অ্যাঙ্করে জানাচ্ছে,
শিলচর সহ ৬ টি কেন্দ্রের উদ্বোধন- আধার দেওয়া শুরু হলো কাছাড়েও
ঘুঙ্গুর আতালবস্তিতে জমিরুননেসা বেগম নামের এক মহিলাকে খুন করে তারই ছেলে জাকির হোসেন, এই খবর আজ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সাময়িক লিখেছে,
শিলচরে ছেলের হাতে মা খুন, কুপুত্রকে গণধোলাই জনতার
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- ভারতীয় মুসলিমদের প্রশংসায় ভাসালেন রাজনাথ সিং
- স্বাগত জানাতে বিশাল বাইক রেলি করিমগঞ্জে : করিমগঞ্জের উন্নয়নে সচেষ্ট থাকব : কৃপানাথ
- ডিএইচডি’র প্রাক্তন মুখ্য সেনাধ্যক্ষ প্রণব নুনিসা গুলিবিদ্ধ
- কাগজ কল: সর্বা সকাশে কংগ্রেস
- ভয়াবহ ট্যাংকার দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ৫০
দৈনিক প্রান্তজ্যোতি গুরুত্বসহকারে জানাচ্ছে,
রাফাল, জেপিসি-জেরার মুখোমুখি হন মোদি, রাজভবন ঘেরাও করে দাবি আসাম প্রদেশ কংগ্রেসের
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- ফের বিদেশি খেদাও আন্দোলনের হুমকি আসুর
- মন্ত্রীসহ বিধায়কের নানা খাতে ভাতা বাড়লো, ঋণের সুবিধাও
- মঙ্গলবার রাজ্যে আসছেন সুমিত্রা
- হাতির উপর থেকে পিছলে পড়লেন কৃপানাথ
- মৌলবাদ বিরোধী হওয়ায় ভারতীয় মুসলিমদের প্রশংসা রাজনাথের
তিন এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
শিলচর মেডিকেল কলেজে বেহাল চিকিৎসা ব্যবস্থা, এসইসির বিক্ষোভ
তিন এর পাতায় যুগশঙ্খ জানাচ্ছে,
গার্লস হোস্টেল মামলায় সিদ্দিক সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট, ওয়ারেন্ট ইস্যু
প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ২৭২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, এই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
তিনদিনের মধ্যেই পর্যুদস্ত ক্যারাবিয়ানরা- টেস্ট ক্রিকেটে বৃহত্তম জয় ভারতের
খেলার পাতায় সাময়িকের প্রতিবেদন,
সমরেন্দ্র ভট্টাচার্য’র মৃত্যু ক্রীড়া জগতের বড় ক্ষতি
একই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,
সাচ্চা ক্রীড়া প্রেমীকে হারিয়ে বাকহারা ক্রীড়া মহল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.