Also read in

আজকের শিরোনাম : দুটি মহিলা সমারোহে অংশ নিতে আজ বরাকে সর্বানন্দ।। ইটখলাঘাটে বরাক সেতু, এমন আগাম খবরে বড়খলা উৎসবমুখর।।

সুপ্রভাত ! আজ মঙ্গলবার, ২৪শে জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ৭ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

এনআরসি এবং ডি-ভোটার নিয়ে বিভিন্ন খবর আজও সব সবগুলো স্থানীয় পত্রিকার শিরোনামে উঠে এসেছে। যুগশঙ্খের আট কলামজোড়া শিরোনাম :

আশ্বাসের আবহেও শঙ্কা বাড়াচ্ছে জটিল আবেদন প্রক্রিয়া – খসড়া থেকে নাম বাদ পড়লেও শঙ্কিত না হওয়ার আর্জি মন্ত্রিসভার।।

প্রান্তজ্যোতির লিড নিউজ :

সাম্প্রদায়িক মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর ।। জমিয়তের মামলাটিও গগৈর বেঞ্চে – কমলাক্ষের আবেদন পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে

সাথে আছে পরম ভট্টাচার্যের এক বিশেষ প্রতিবেদন ,

মরণোত্তর বিলাপ- ক্যাম্পের বাইরে ও ডিটেনড্

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে :

ডি – ভোটার সব মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে – রঞ্জন গগৈর বেঞ্চে পাঠানোর সওয়াল অতিরিক্ত সলিসিটর জেনারেলের ।।

দুজনকে নববার্তা প্রসঙ্গের লিড নিউজ :

হিমন্ত-পরিমলকে নিয়ে আজ করিমগঞ্জে সর্বানন্দ

সাথে আছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্ধৃতি:

বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে, ন্যায়বিচার পাবেন বাঙালিরা, আশায় কমলাক্ষ

দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে :

এনআরসি তালিকা প্রকাশের মুখে নির্বিচারে ডি নোটিশে বাড়ছে আতঙ্ক – সীমান্ত শাখার লাগাম টেনে ধরুন সরকারকে আমসু

দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে:

নোটিশের ‘অত্যাচার’ সংখ্যালঘুদের, অঘটনে দায়ী হবে সরকার : আমসু।। আবেদনের পর জন্মানো শিশু, যারা আবেদন করেননি, তাদের সুযোগ দেওয়ার আর্জি

সাময়িক বক্স করে জানাচ্ছে :

রোগীর মৃত্যুকে ঘিরে মেডিকেলে ধুন্ধুমার কাণ্ড, নিগৃহীত চিকিৎসক, ভাঙচুর

এ‍্যঙ্কর নিউজে অর্থের বিনিময়ে আসাম লোকসভা আয়োগে চাকুরী সংক্রান্ত মামলার খবরে সাময়িক ছবিসহ জানাচ্ছে

এপিএসসি কেলেঙ্কারি : রাজসাক্ষী কবিতা সহ গ্রেফতার ৫৬ ।। বিচারপতিকে ঘুষের প্রস্তাব, বিজেপি নেতা শৈলেন শর্মা পুলিশের জালে

সাময়িকের আরও কয়েকটি খবর :

  • যন্তর-মন্তরে ধর্নায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, নির্দেশ কোর্টের
  • মদের বটলিং প্ল‍্যান্টের ‘সাবলিজ’ বিলুপ্তি ঘটছে – মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী পরিমলের তৎপরতা
  • চিটফান্ড মামলায় নাইজেরিয়ান নাগরিক ধৃত লক্ষ্মীপুরে

অ্যাংকর প্রতিবেদনে যুগশঙ্খ জানাচ্ছে,

গায়েব ফরমালিন! বাজারে ফিরছে চালানি মাছ।। চাই সার্টিফিকেট, শিলচরে এখনও আসেনি অর্ডার

যুগশঙ্খের আরো কয়েকটি খবর :

  • দুটি মহিলা সমারোহে অংশ নিতে আজ বরাকে সর্বানন্দ
  • রাফেল : এবার মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে কংগ্রেস!
  • ৪৭ বছর বয়স পর্যন্ত চাকরির আবেদন করতে পারবেন ওবিসি এমওবিসিরা

দুই এর পাতায় সাময়িক জানাচ্ছে:

ইটখলাঘাটে বরাক সেতু, এমন আগাম খবরে বড়খলা উৎসবমুখর

খেলার পাতায় সাময়িকের খবর :

টেস্ট সিরিজ জয় শ্রীলংকার -অবসরের ঘোষণা হেরাথের

প্রান্তজ্যোতির খবর:

কোহলি রান না পেলে জিততে পারবে না ভারত, বললেন অ্যান্ডারসন

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!