Also read in

আজকের শিরোনাম: সিকিম ইউনিভার্সিটি থেকে বরখাস্ত আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারি অধ্যাপক শিলাজিৎ

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ৬ই জুন, ২০১৯ খ্রিস্টাব্দ; ২২শে জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলচরে গতকাল রাজ্য পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রদত্ত বক্তব্যকে আজ লিড করেছে সবগুলো স্থানীয় পত্রিকা।

দৈনিক প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

সবুজায়নে বিশ্বের এক নম্বর পর্যটনস্থল হবে অসম: সর্বা

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

বিজেপিকে জেতানোর পুরস্কার অবশ্যই পাবেন বরাকবাসী: সর্বা ।। বছরে ২টি করে গাছ লাগানোর আহ্বান রাজ্যবাসীকে

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

উজাড় করা ভোট বরাকেও! নিরাপত্তার আশ্বাস সর্বানন্দের- শহরে বৃক্ষ পূজন মুখ্যমন্ত্রীর, বরাক- ব্রহ্মপুত্র রক্ষার ডাক

উপত্যকা জুড়ে ঈদ পালনের খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা পরিবেশন করেছে।

প্রান্তজ্যোতি দ্বিতীয় শিরোনামে ছবি সহ লিখেছে,

শিলচরে ঈদের সমাবেশে মোদি স্তুতি- হিংসা বর্জন করে উন্নত দেশ গঠনের আহ্বান

প্রান্তজ্যোতির অন্য খবর,

বরাকে ফিরে সংবর্ধনায় ভাসলেন সাংসদ রাজদীপ

আসাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞান বিভাগের প্রাক্তন সহকারি অধ্যাপক শিলাজিৎ গুহকে সিকিম ইউনিভার্সিটির অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে, এই খবরে অ্যাঙ্কর প্রতিবেদনে প্রান্তজ্যোতির শিরোনাম:

যৌননিগ্রহ: সিকিম ইউনিভার্সিটি থেকে বরখাস্ত অসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক শিলাজিৎ গুহ

এনআরসির খবরে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

  • আরও নাম বাদের ভিত্তি কি! এনআরসি ঘিরে কাটছে না বিভ্রান্তি
  • খসড়ার দশ শতাংশ পুনঃপরীক্ষার দাবি জোরদার হচ্ছে, মাঠে বিভিন্ন সংগঠন

পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে যুগশঙ্খের দুটো খবর,

  • দিদিমণি কি এবার গরুর গাড়ি করে দিল্লি যাবেন, মমতাকে কটাক্ষ দিলীপের
  • ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এখন বিজেপিতে

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • বেকারি -জিডিপি: উচ্চপর্যায়ের কমিটি গড়লেন মোদি
  • ওভার বুকিং! দিল্লিতে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার ২০ যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হল না
  • রাকেশ পাল সহ ৪ অভিযুক্তকে কারাগারে জেরা করার অনুমতি
  • রক্তাক্ত ঈদ! পুলওয়ামায় জঙ্গির গুলিতে হত মহিলা

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

আর্থিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা কেন্দ্রের- গড়া হল ১০ সদস্যের পৃথক কমিটি, মোদীর নেতৃত্বে বিকাশে নজর রাখবেন পাঁচ মন্ত্রী

শিলচরের সাংসদকে উদ্ধৃত করে সাময়িক প্রতিবেদন,

সংসদে গিয়েই দেশভাগের যন্ত্রণার কথা মনে পড়েছে রাজদীপের

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • ফিশারির জলে বিদ্যুৎ, করিমগঞ্জে প্রাণ গেল দুই কিশোরের
  • সংখ্যালঘুদের আস্থা অর্জনে ব্যবস্থা নিতে, মোদিকে আর্জি মুসলিম সুশীল সমাজের
  • সংখ্যালঘু পড়ুয়াদের স্বার্থে ‘পড়ো-এগিয়ে যাও’ অভিযান কেন্দ্রের
  • তদন্তে ১০ জুন হাইলাকান্দি আসছেন বরা

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

গিরিরাজের টিপন্নিতে অমিত শাহজির গোঁসা

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

সভ্যতার ধ্বংস কি আসন্ন?

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

জম্মু-কাশ্মীর নিয়ে অমিত ভাবনা

এবং

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন

বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল ভারত দক্ষিণ আফ্রিকার ২২৭ রানের জবাবে রোহিত শর্মার অপরাজিত ১২২ রানের সুবাদে জয় হাসিল করে, এই খবরে খেলার পাতায় বড় বড় হরফে যুগশঙ্খের শিরোনাম,

রোহিত রাজত্বে প্রোটিয়া-বধ

সাময়িকের শিরোনাম,

  • টাইটানিকের শহর থেকেই শুভ সূচনা
  • বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ: বিকেল তিনটা

অন্য খেলার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

জয়ী কিউইরা, রাতের ম্যাচে কাৎ বাংলাদেশ

প্রান্তজ্যোতির অন্য খবর,

বৃষ্টিতে ভেস্তে গেল ফরাসি ওপেনের গোটা দিনের খেলা

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!