আজকের শিরোনাম : পরিস্থিতি শোচনীয়, বাঁধ উপচে জল ঢুকছে শহরে। রবিবার অবধি বন্ধ পাহাড়লাইন, আজ খুলতে পারে হারাঙ্গাজাও সড়ক।
সুপ্রভাত ! আজ শনিবার ১৬ই জুন ২০১৮ খ্রিস্টাব্দ ; ১লা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। আজ পবিত্র ঈদ-উল-ফিতর।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
সমগ্র বরাক উপত্যকা জুড়ে বন্যার খবরকে লিড করেছে প্রায় সবগুলো পত্রিকা।
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম :
জলের তলায় ৭৬৮ গ্রাম, বানভাসি চার লক্ষ।। আজ ঈদ, জল থৈ থৈ ইটখলা ঈদগায় নয়, নামাজ বড় মসজিদে ।।
পরিস্থিতি শোচনীয়, বাঁধ উপচে জল ঢুকছে শহরে – রবিবার আসছেন মন্ত্রী কেশব।
রবিবার অবধি বন্ধ পাহাড়লাইন, আজ খুলতে পারে হারাঙ্গাজাও সড়ক ।
প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে জানাচ্ছে:
বাড়ছে বরাকের জল – শহর প্লাবিত হওয়ার শঙ্কা
বন্যার অন্য খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
জলের নিচে চারটি বিএসএফ বিওপি, বাড়ছে লঙ্গাই কুশিয়ারার জল- আতঙ্ক উত্তর করিমগঞ্জে ।
সড়কপথেও বিচ্ছিন্ন পাহাড়, শিলচর বদরপুর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ।
মেঘালয়ের ওয়াকো বস্তিতে ৫০ মিটার এলাকায় ধস, ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ
সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে :
বরাকে বন্যা পরিস্থিতি জটিল, প্লাবিত শিলচর
করাল গ্রাসে বানভাসি ১২০০০ ।। রেকর্ড ভাঙার পণ নিয়ে ছুটছে বরাক, জিরিঘাটে ভেসে গেলেন দুজন ।
সাময়িকের আরেকটি খবর:
শিলচরের বন্যাদুর্গতদের খোঁজ নিতে শিবিরে ছুটে গেলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য
তিনের পাতায় যুগশঙ্খের খবর:
জিরিঘাটে চিরি নদীতে তলিয়ে গেলেন দুই যুবক
জাতীয় নাগরিক পঞ্জীর বিভিন্ন খবরও আজ সবগুলো পত্রিকায় উঠে এসেছে।
যুগশঙ্খের শিরোনাম:
এক ঘন্টায় বরাকের এনআরসি-র রিভিউ সারলেন শৈলেশ-গার্গ
খসড়ায় থাকছেনা হিন্দু – মুসলমান চিত্র: হাজেলা ।। যারা আগে আবেদন করেছেন তাঁদেরই ফের সুযোগ, নথির অভাবে আবেদন না করার সংখ্যা কম, অশান্তির ছায়া দেখছেন না ।
সাময়িক এই প্রসঙ্গে লিখেছে :
আরজিআই এনআরসির অগ্রগতি দেখছেন কুম্ভীরগ্রামে বসে।
বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রান্তজ্যোতির খবর:
৯০ মিনিটের গোলে হৃদয় ভাঙলো মিশরের
খেলার পাতায় বিশ্বকাপ ফুটবল নিয়ে যুগশঙ্খের শিরোনাম:
আজ অভিযান শুরু আর্জেন্টিনার
ফেভারিট ফ্রান্স এর বিরুদ্ধে চমক দিতে তৈরি অস্ট্রেলিয়া
ডেনমার্কের বিরুদ্ধে আজ ৩৬ বছর পর বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামছে পেরু
স্থানীয় এ- ডিভিশন প্লে-অফের খবরে যুগশঙ্খ জানাচ্ছে:
একাডেমীর হিসেব উল্টে দিয়ে খেতাবের দৌঁড়ে রংমাই
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.