সুপ্রভাত, আজ রবিবার, ২৩শে চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ৭ই এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লিতে যারা নগ্ন হয়েছিলেন তাদের মধ্যেই এক যুব নেতাকে গতকাল দলে ভিড়িয়েছে বিজেপি, এই খবরে যুগশঙ্খের আট কলাম জোড়া শিরোনাম,
বিল বিরোধী সেই নগ্ন প্রতিবাদকারীর গেরুয়া-বসন ।। কংগ্রেস থেকে দুই, ইউডিএফ থেকে এক কোটি নিয়েছেন অখিল! অভিযোগ দলত্যাগী সঙ্গীর
এই খবরে প্রান্তজ্যোতি প্রথম পাতার মাঝখানে বক্স করে লিখেছে,
অখিল টাকা নিয়েছেন কংগ্রেস ও ইউডিএফের কাছ থেকে: হিরণ্য ।। গেরুয়া টুপি পরেছেন সিএবির বিরুদ্ধে দিল্লীতে অর্ধনগ্ন প্রতিবাদকারী
তবে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির লিড নিউজ,
কংগ্রেস ইউ ডি এফ দুই দলই দেশের জন্য বিপজ্জনক: যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গও মুখ্য শিরোনাম করেছে।
মুসলিম লীগের সঙ্গে হাত রাহুলের: যোগী ।। আজমল দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক।। কংগ্রেস ক্ষমতায় এলে সন্ত্রাসীরা ফের বিরিয়ানি খাবে
এই খবরে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,
কেরলে মুসলিম লীগ, অসমে সর্বনাশা আজমলের সঙ্গে জোট কংগ্রেসের: যোগী- হোজাইয়ে বিজেপির প্রচারে হিন্দুত্বের ‘পোস্টার বয়’
যুগশঙ্খের অন্য একটি খবর,
১১ই মোদীর সভা বরাকে, চূড়ান্ত হয়নি স্থান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,
বিজেপির টার্গেট শুধু বাঙালি তাড়ানো: মমতা
নির্বাচনী প্রচারে রাধেশ্যাম বিশ্বাসের বক্তব্য উদ্ধৃত করে সাময়িকের এক চাঞ্চল্যকর খবর,
রাধেশ্যামের অভিযোগ : গৌতম- সিদ্দেক -কমলাক্ষ বিজেপির দিকে ঝুঁকছেন
এদিকে যুগশঙ্খ লিখেছে,
বিজেপির হয়ে কাজ করছেন হাইলাকান্দি ইউডিএফের দুই বিধায়ক: গৌতম-সিদ্দেক ।। কাটলীছড়ায় স্বরূপ দাসের প্রচারে ঝড় তুললেন কংগ্রেসের দুই নেতা
সাময়িক বক্স করে জানাচ্ছে,
বিমান হামলার পর মোদির জনপ্রিয়তা ফের তুঙ্গে: সমীক্ষা
সাময়িক প্রসঙ্গর কয়েকটি নির্বাচনী খবর,
- মঙ্গলবার রাহুল পাঁচগ্রামে, বুধবার শর্মিষ্ঠা করিমগঞ্জে
- করিমগঞ্জ সফরে আসছেন রঞ্জিত
- নির্বাচন শুরুর চারদিন আগেই অরুণাচলে লোকসভার প্রথম ভোট
- সুস্মিতার প্রচারে রাজস্থানের মন্ত্রী মমতা শিলচরে
দলত্যাগী সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে প্রান্তজ্যোতির খবর,
বিজেপি এখন ‘ওয়ান ম্যান শো’, টু-ম্যান আর্মি, তোপ শত্রুঘ্নের
ছবিসহ প্রান্তজ্যোতির অন্য একটি গুরুত্বপূর্ণ খবর,
সুস্মিতাকে জেতাতে মাড়োয়ারিদের পাশে চাইলেন রাজস্থানের মন্ত্রী মমতা
এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,
সুস্মিতা হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী! শিলচরের মাড়োয়ারি সমাজকে বার্তা রাজস্থানের মন্ত্রীর
সাময়িক প্রসঙ্গ দুই এর পাতায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে কোট করে জানাচ্ছে,
ব্রডগেজ চালুর বিরোধিতা করেছিলেন সাংসদ সুস্মিতা: পরিমল।। কাটিগড়া বিজেপির প্রচারে নামলেন মন্ত্রী
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,
- ‘কাছাড়ে বিজেপির শেকড় পুঁতে ছিলেন সন্তোষ মোহন’- সুস্মিতার খেলার পুতুল হয়ে থাকবেন না আর মুসলিমরা: নাজিয়া ইয়াসমিন
- নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা নেই গোলদিঘি মলে, ক্ষোভ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
গান্ধী পরিবারের ভিটের বাইরে প্রথম পা রাহুলের
প্রান্তজ্যোতির সম্পাদকীয়,
শিশু শিক্ষা লইয়া ভাবনার প্রয়োজন
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
লক্ষ আর লক্ষ্যের লড়াই
এবং
বিজেপি-র পক্ষেই বইছে বাতাস
খেলার পাতায় আইপিএলের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
পাঞ্জাবকে হারিয়ে ফের শীর্ষে চেন্নাই- স্পিনাস্ত্রে কাৎ অশ্বিনরা
আজকের খেলা নিয়ে সাময়িক লিখেছে,
দুরন্ত নাইটদের থামাতে তৈরি পুনরুজ্জীবিত রয়ালস
এবং
আজ দিল্লির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আরসিবি
স্থানীয় খেলার খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
বি ডিভিশনের ফাইনালে উত্তরপাড়া বিবিসি
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.