আজকের শিরোনাম: সুস্মিতা বিরোধীদের জয়জয়কার ইন্দিরা ভবনে। হামলার আশঙ্কায় মোদির কাছে ঘেঁষতে মানা মন্ত্রীদের।
সুপ্রভাত ! আজ বুধবার, ২৭শে জুন ২০১৮ খ্রিস্টাব্দ ; ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকা গুলোর শিরোনাম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা সংক্রান্ত খবর কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দৈনিক যুগশঙ্খ। দৈনিক যুগশঙ্খের মূখ্য শিরোনাম:
হামলার আশঙ্কায় মোদির কাছে ঘেঁষতে মানা মন্ত্রীদের । রাজ্যে রাজ্যে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের, রোড শো বন্ধ।।
জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে খবরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লিড করেছে সাময়িক প্রসঙ্গ এবং দৈনিক প্রান্তজ্যোতি।
সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া শিরোনামঃ
এনআরসি- ছুটদের সংখ্যা জানা নেই : হাজেলা ।। চূড়ান্ত খসড়া পিছবে কিনা তা জানা যাবে এক-দু দিনের মধ্যে, ৮ জুলাইয়ের পর বেরোবে খসড়া! ট্রাইব্যুনালে ঘোষিত বিদেশি নাগরিকদের সরকারি সুযোগ কর্তনের নির্দেশ কাছাড়ে।
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম:
১.২৫ লক্ষ ‘ডি’ ভোটার এনআরসি থেকে বাদ পড়ছেন। দুশ্চিন্তায় হাসিনা সরকার। এনআরসি, নাগরিকত্ব বিলের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ সফরে যাচ্ছেন রাজনাথ
জরুরি অবস্থার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তিকে উদ্ধৃত করে নববার্তা প্রসঙ্গের মুখ্য শিরোনাম:
দেশের সোনালী ইতিহাসে জরুরি অবস্থা একটি কালো দাগ : মোদি
জরুরি অবস্থার বর্ষপূর্তিতে বিজেপি-কংগ্রেসের চাপানউতোরের খবরে দ্বিতীয় শিরোনামে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে:
- সংবিধান কংগ্রেসের কাছে মূল্যহীন, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে মোদি।। পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘কালো’ অধ্যায় : প্রকাশ ।।
- ঔরঙ্গজেবের চেয়েও বেশি নিষ্ঠুর মোদি, গণতন্ত্রকে দাস বানিয়ে রেখেছেন: পাল্টা কংগ্রেস
মানবাধিকার কর্মী হর্ষ মান্দার কে উদ্ধৃত করে যুগশঙ্খের বিশেষ প্রতিবেদন:
ডিটেনশন ক্যাম্পে আবদ্ধরা বন্দির অধিকারও পাননি। ১০২ বছরের চন্দ্রধরকে সরানো হোক ডিটেনশন ক্যাম্প থেকে, দাবি
দৈনিক যুগশঙ্খের আরো কয়েকটি খবর:
- লোকসভাতে অগপ-বিপিএফ এর সঙ্গে জোট বেঁধে নামছে বিজেপি
- ঋণ শোধে সম্পত্তি বিক্রির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ মালিয়া
- বন্যা মোকাবিলায় ৩৪০ কোটি রিলিজ কেন্দ্রের : ডোনার মন্ত্রী
কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে জেলা যুব কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাভেদ আক্তার লস্কর, এই খবরে প্রান্তজ্যোতির শিরোনাম:
সুস্মিতা বিরোধিদের জয়জয়কার ইন্দিরা ভবনে- সাংগঠনিক দক্ষতার জোরেই সভাপতি পদে জয়ী ব্ল্যাক হর্স জাভেদ
প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:
- সরকারি কর্মচারীদের ওভারটাইম ভাতা বন্ধ, সিদ্ধান্ত কেন্দ্রের
- দুর্নীতিতে পঞ্চম স্থানে অসম, সরকারের ভূমিকায় উদ্বেগ
- পুরপতি, সাংসদ থেকে পুরো সদস্যের ও নিরব ভূমিকা প্রশ্নের মুখে- জল নিষ্কাশনের দুর্ভোগ মিটাতে ডিসির দরবারে পদ্মনগর জনকল্যাণ সমিতি
সাময়িকের কয়েকটি খবর :
- পেট্রোপণ্যের মূল্য নিম্নমুখী
- এবার বাড়িতে বসেই পাওয়া যাবে পাসপোর্ট: সুষমা
- গুয়াহাটি বিমান বন্দরে সিকিউরিটি চেকের নামে অন্তঃসত্ত্বাকে নিগ্রহ, তদন্ত ঘোষণা
বিশ্বকাপ ফুটবলে নাইজেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের খবরে যুগশঙ্খ সুপার এ্যাঙ্করে শিরোনাম করেছে :
রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আজকের খেলার খবরে প্রান্তজ্যোতি প্রতিবেদন:
আজ জিততেই হবে জার্মানিকে- প্রথম একাদশে থাকছেন না ওজিল-বোয়েতাং
সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :
নকআউটে স্থান করে নেওয়াই প্রাথমিক লক্ষ্য ব্রাজিলের
বিশ্বকাপ ফুটবলে আজ :
- জার্মানি বনাম কোরিয়া সন্ধ্যা ৭-৩০ মিনিটে
- মেক্সিকো বনাম সুইডেন সন্ধ্যা ৭-৩০ মিনিটে
- সার্বিয়া বনাম ব্রাজিল রাত ১১-৩০ মিনিটে
- সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা রাত ১১-৩০ মিনিটে
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.