
সুপ্রভাত, আজ শনিবার, ৬ই বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ২০শে এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে দুটি খবরকে আজ মুখ্য শিরোনাম করেছে যুগশঙ্খ এবং প্রান্তজ্যোতি।।
যুগশঙ্খের লিড নিউজ,
এনআরসি, “ডি’ নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস মুখ্যমন্ত্রীর
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
এনআরসিছুট সমস্যা মেটাতে ১০০০ ট্রাইবুনাল গড়ার প্রস্তাব
নির্বাচনী ফলাফল নিয়ে সাময়িক প্রসঙ্গের নিউজ,
ভোট হওয়া ১০টির মধ্যে ৯টিতে জয়ের দাবি বিজেপি সভাপতির – দ্বিতীয় দফায় ভোট পড়ল ৭৮.৭৪ শতাংশ, সর্বাধিক মঙ্গলদৈয়ে
সাথে আছে,
শিলচরে ভোট পড়ল ৭৯.৪০ শতাংশ, শীর্ষে কাটিগড়া – এগিয়ে মহিলারা, তৃতীয় লিঙ্গের শুধু ১জন
প্রান্তজ্যোতি দ্বিতীয় শিরোনামে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে,
নেহেরুকে ছোট করার জন্য প্যাটেল মূর্তি গড়িনি: মোদি
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- এটাই শেষ নির্বাচন, আবেগিক হয়ে ভোট চাইলেন মুলায়ম।। পিছড়ে বর্গের প্রকৃত নেতা মূলায়ম: মায়াবতী
- গুয়াহাটি কেন্দ্রে দুই মহিলার কঠিন লড়াই
- অসমের স্বার্থের বিরুদ্ধে কোনও কাজ করবে না বিজেপি: রাম মাধব
যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,
লোকসভা ভোট: শিলচরে হার-জিত নিয়ে জল্পনা তুঙ্গে
যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,
১০ লক্ষ বিদেশি প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব : গগৈ ।। “কে মিত্রতার আশ্বাস দিয়েছিল, প্রকাশ করুন আজমল”
অন্য খবর,
মোদির জনপ্রিয়তায় ভাটা,কাছেই নেই রাহুল
সাময়িকের সুপার অ্যাঙ্কর নিউজ,
আজানের সময়ে ভাষণ বন্ধ, আল্লার নামে ভোট চাইলেন সর্বা
অন্য একটি খবর,
কড়া মেজাজ কমিশনের, ‘শহীদ’ হেমন্তের বিরুদ্ধে মন্তব্যে ক্ষমা চাইলেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা
সাময়িকের কয়েকটি টুকরো খবর,
- আজ শবে বরাত
- শ্রীনগরের ৫০ বুথে ভোট পড়ল না একটিও
- কাশ্মীরে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার আশঙ্কা
- বোপান্না সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন
- জনসভার মঞ্চে হার্দিককে চড়, গ্রেফতার যুবক
- বিধায়ক দিলীপ গেলেন দিল্লি
- “চাকরি কবে হবে’ ? গোয়ার বিজেপি মন্ত্রীকে প্রশ্ন করায় গ্রেফতার যুবক
প্রান্তজ্যোতি ২ এর পাতায় লিখেছে,
- এএসটিসি স্টেশনে ট্রান্সপোর্ট প্লাজা, চ্যালেঞ্জ জানিয়ে মামলা আদালতে
- পাঁচ বাংলাদেশি রোহিঙ্গা যুবতী সহ আটক ছয়
- আরবান ওয়াটার সাপ্লাই প্রকল্প বাঁচিয়ে রাখতে নাগরিক সভা রবিবার
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
জীবিত ও মৃত
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
শিলচরের জমা জল প্রসঙ্গে
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
ভোটাধিকার প্রয়োগে এবার ‘না’ মহন্তের
এবং
নির্বাচনে টাকার খেলায় রেকর্ড
খেলার পাতায় আইপিএলের খবর সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
ইডেনে “বিরাট” শতরান- রাসেল ঝড় সত্বেও হার নাইট রাইডার্সের
আজকের খেলা নিয়ে যুগশঙ্খের শিরোনাম,
- আজ পাঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি ক্যাপিটালস
- আজ দুরন্ত মুম্বাইয়ের মুখোমুখি রাজস্থান
স্থানীয় খেলার খবরে সাময়িক জানাচ্ছে,
- বিষ্ণুগুপ্ত স্মৃতি স্কুল ক্রিকেটের ফাইনালে আজ নরসিংয়ের মুখোমুখি গভঃ বয়েজ
- টাউন ক্লাবের ফুটবল প্রশিক্ষণ শুরু কাল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.