সুপ্রভাত আজ বুধবার ৯ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ ।। ২৬শে সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।
নির্বাচনে প্রার্থিত্ব নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়ে লিড নিউজ করে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
অপরাধী নেতাদের প্রার্থীতে হস্তক্ষেপ নয় : সুপ্রিম কোর্ট ।। দেশের ৩৬ শতাংশ জনপ্রতিনিধির বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা
সাথে আছে,
রঞ্জন গগৈর পদোন্নতিকে চ্যালেঞ্জ করে মামলা, আদালতে শুনানি আজ
বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলা নিয়ে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :
শুক্রবার অযোধ্যা মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট
রাজ্য বিধানসভার অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
দৈনিক যুগশঙ্খ শিরোনামে লিখেছে,
‘হিন্দু বাংলাদেশী’র স্বার্থেই বারবার নথি-স্থিতি বদল সরকারের : কংগ্রেস :: বিধানসভায় আগের এফিডেভিট তুলে ধরে গুরুতর অভিযোগ বিরোধী শিবিরের
সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
দুটো ছাড়া বাকি নথিগুলোকে মান্যতা দিতে চায়নি দিসপুর : অজন্তা ।। মড্যালিটির অধিকাংশ নথির আইনি বৈধতা নিয়ে সন্দিহান ছিল সোনোয়াল সরকার
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ মহাসড়ক নিয়ে বিধানসভায় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া বিবৃতি উদ্ধৃত করে এক চাঞ্চল্যকর খবরে জানাচ্ছে,
হারাঙ্গজাও-বালাছড়া এলাকার ছাড়পত্র মেলেনি এখনও, অসার পরিমলের দাবি
একই প্রসঙ্গে সাময়িক লিখেছে,
বালাছড়া হারাঙ্গাজাও মহাসড়কে বন ছাড়পত্র এখনো অধরাই : হিমন্ত
হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির সুপার অ্যাঙ্কর নিউজ,
রাস্তা নির্মাণের সব তথ্য থাকবে ওয়েবসাইটে : হিমন্ত ।। বরাকে বিদ্যুতের উন্নয়নে ১৫০ কোটির টেন্ডার শীঘ্রই : তপন
বিধানসভায় বিতর্কে নাগরিকত্ব বিল নিয়ে কংগ্রেস দলের মধ্যেই বিভাজনের খবরে যুগশঙ্খ লিখেছে,
সায় কমলাক্ষের, বিরোধিতায় অজন্তা! নাগরিকত্ব বিলে স্পষ্ট কংগ্রেসের বিভাজন
একই প্রসঙ্গে সাময়িক লিখেছে,
সমর্থন করে যাব, বললেন কমলাক্ষ – সদনেও নাগরিকত্ব বিল নিয়ে দুই শিবিরে কংগ্রেস
অ্যাঙ্কর নিউজে যুগশঙ্খ লিখেছে,
হাজেলার সঙ্গে বিজেপি’র মতপার্থক্য ন্যূনতম :হিমন্ত – অসমীয়াদের সুরক্ষা কবচের মাধ্যমে ৫-৬ লক্ষ বাঙালি হিন্দুর বোঝা নেওয়া সম্ভব
কাগজ কল ইস্যুতে আজ সকাল নটা থেকে ৭ এবং ৩৭ নং জাতীয় সড়ক অবরোধের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
কাগজ কল সচলের দাবিতে আজ জাতীয় সড়ক অবরোধ
রেল চলাচল নিয়ে প্রান্তজ্যোতির খবর,
সার্টিফিকেট পাওয়া মাত্র যাত্রী পরিষেবা: প্রণবজ্যোতি – আজ থেকে পাহাড় লাইন সচলের সম্ভাবনা
প্রান্তজ্যোতির আরও দুটি চাঞ্চল্যকর খবর,
- মা আনন্দময়ী পাম্পে মিলল কেরোসিন মেশানো পেট্রোল
- দেবরাজ হত্যা : কেঁচো খুঁড়তে সাপ – ড্রাগস, মদ,জুয়ার রমরমা ঠেক, গ্রেফতার বাড়িমালিক
সময়িকের অন্য একটি খবর,
উপাধ্যক্ষ হচ্ছেন কৃপা নাথ মালা
৩ এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
এসএস কলেজের নবীনবরণ উৎসবে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ, উত্তাল হাইলাকান্দি
এশিয়া কাপের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
নাটকীয় ড্র ভারত বনাম আফগানিস্তান ম্যাচ
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
চানুর সঙ্গে যুগ্মভাবে খেলরত্ন নিলেন বিরাট – অর্জুন পেলেন অসমের হিমা দাস
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.