Also read in

আজকের শিরোনাম : ২১ মিনিটেই খেল খতম: পক পেরিয়ে খাস পাকিস্তানের মাটিতে বোমা হামলা বায়ুসেনার

সুপ্রভাত, আজ বুধবার, ১৪ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৭শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ভারতীয় বায়ুসেনা কর্তৃক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস সংক্রান্ত বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকাগুলোর সিংহভাগ জুড়ে রয়েছে।

সাময়িক প্রসঙ্গ বড় বড় হরফে ৮ কলাম জোড়া শিরোনামে লিখেছে,

  • ২১ মিনিটেই খেল খতম-পক পেরিয়ে খাস পাকিস্তানের মাটিতে বোমা হামলা বায়ু সেনার
  • পাক ভূখণ্ডে ভারতের বিমান হামলা,জৈশের তিনটি শিবির ধ্বংস, তিন শতাধিক জঙ্গির মৃত্যু, উভয় সীমান্তে যুদ্ধের দামামা, পাল্টা জবাবের হুমকি পাকিস্তানের

সাথে আছে,

  • মিরাজ-২০০০ দেখে ভয়ে পালায় পাক যুদ্ধ বিমান!
  • সব কিছুর জন্য প্রস্তুত থাকুন, পাক জনতা ও সেনার উদ্দেশ্যে ইমরান।। ইমরান সরকারের বিরুদ্ধে পাক সংসদে উঠল শেম শেম ধ্বনি
  • ‘আমরা প্রস্তুত’! মোদিকে আশ্বাস দিলেন তিন বাহিনীর প্রধান
  • প্রত্যাঘাতের পর ভারতের আকাশে পাক-ড্রোন, গুলি করে নামাল সেনা
  • প্রতিশোধ জরুরি ছিল, বলল বিদেশমন্ত্রক
  • সরকারের পাশেই রয়েছেন সব বিরোধী: সুষমা স্বরাজ
  • দেশ নিরাপদ হাতেই রয়েছে, প্রত্যাঘাতের পর রাজস্থানের জনসভায় বললেন মোদি।। রাত জেগে অভিযানে কড়া নজর ছিল প্রধানমন্ত্রীর
  • এমন সাহস মোদিই দেখাতে পারেন, করিমগঞ্জে কাটিয়ার

দৈনিক প্রান্তজ্যোতির আট কলাম জোড়া লিড নিউজ,

প্রত্যাঘাতে ধ্বংসস্তূপ পাক জঙ্গি ঘাঁটি‌। সফল হামলা: কেন্দ্র।। ভারত নিরাপদ: মোদি

সাথে আছে,

  • ধ্বংস জৈশের পাঁচতারা ঘাঁটি
  • নিকেশ জঙ্গি ইব্রাহিম
  • এলওসি ছাড়িয়েই হামলা: পাক
  • তৈরি থাকুন সেনারা: পাক প্রধান

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

কাকভোরে বদলা, হাউ ইজ দ‍্য জইশ! খতম!!!

সাথে আছে,

  • পাকিস্তানের ঘরে ঢুকে পাল্টা মার ভারতের
  • তৈরি থাকুন, ক্ষতির কথা উড়িয়েও হুমকি ইমরানের
  • দুরন্ত বায়ুসেনাকে স‍্যালুট বিরোধীদের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গুয়াহাটি শহর নিয়ে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

দিল্লি দখলের ডাক দিলেন রাহুল

এই প্রসঙ্গে সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,

অসমীয়া আবেগ ধরে রাখতে বার্তা কংগ্রেস সভাপতির:: অসমীয়াদের ভাষা সংস্কৃতি রক্ষা করবে কংগ্রেস: রাহুল

ভেতরের পাতায় বিধানসভার কার্যাবলী নিয়ে সাময়িক জানাচ্ছে,

‘ভাষা শহীদের পরিবারকে সরকার সহায়তা করেনি’ – বরাকে পুজোর ছুটি কর্তন, রবীন্দ্রজয়ন্তীর রেওয়াজ উঠল কেন, সদনে কমলাক্ষ

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

দেশের দুই সীমান্তে উত্তেজনা, উৎকণ্ঠা

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

আঘাতের প্রত্যাঘাত

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

পুলওয়ামার বদলা

এবং

রূপান্তরকামীতার সামাজিকতা

খেলার পাতায় ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে বিরাটদের

প্রান্তজ্যোতির অন্য খবর,

পাকিস্তান ম্যাচ নিয়ে এখনই কিছু বলছে না বোর্ড

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.